কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ও বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২ প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামানের সভাপতিত্বে ও জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত উপজেলা কর্মকর্তা জেসমিন বেগমের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জহির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম, উপজেলা মৎস্য কর্মকর্তা সাদিয়া রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. মনিরুল ইসলাম এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আমরা জনগণের সেবায় নিয়োজিত। সেবাপ্রার্থীরা যেন তাদের সমস্যার কথা স্বাচ্ছন্দে বলতে পারে এবং প্রতিকার পায় তা আমাদের নিশ্চিত করতে হবে।
দেশকণ্ঠ/আসো