দেশকণ্ঠ প্রতিনিধি, গাজীপুর : গাজীপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা’ ২০২২ ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই সাড়ে ১২টায় শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল সড়কের প্রেসক্লাবের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাসুদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহিম সরকারের পরিচালনায় সভার শুরুতে ক্লাবের প্রয়াত সকল সাংবাদিক ও সদস্যদের আত্মার মাগফিরাত কমনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সাধারণ সম্পাদক ২০২১-২০২২ মেয়াদে বার্ষিক প্রতিবেদন সাধারণ সভায় উপস্থাপন করেন। এ সময় উপস্থিত সকল সদস্যবৃন্দ বার্ষিক প্রতিবেদন সকলের উপস্থিতিতে উপস্থাপন করার জন্য সাধারণ সম্পাদককে সমর্থন জানিয়ে প্রদিবেদন অনুমোদন করেন।
সাধারণ সম্পাদক দুপুর ১টায় উম্মুক্ত আলোচনার জন্য প্রস্তাব করলে সাবেক সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন, অধ্যাপক এনামুল হক, সহ-সভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন, সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ ফারুক, কার্যনির্বাহী সদস্য মাহতাব উদ্দিন আহম্মদ, আব্দুস সালাম শান্ত, আতিকুর রহমান, মো. মোয়াজ্জেম হোসেন রাসেল সভায় তাদের বক্তব্য তুলে ধরার পাশাপাশি সংগঠনকে গতিশীল করতে নানা পরামর্শ ও মতামত পেশ করেন। সংগঠনের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের উপস্থিততে বার্ষিক সাধারণ সভায় প্রাণচাঞ্চল্য ফিরে আসে।
দেশকণ্ঠ/আসো