কালিগঞ্জ প্রতিনিধি (গাজীপুর) : কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সংগঠনের সভাপতি তানভীর মোল্লার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ওয়াহিদ হাসানের সঞ্চালনায় ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় সাংসদ ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি।
অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এইচএম আবুবকর চৌধুরী, কালীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এস এম রবিন হোসেন, সাধারন সম্পাদক কামরুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি বাদল হোসেন, সাধারন সম্পাদক রেজাউর রহমান আশরাফী খোকন, কালীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি আলী আল রাফু অমিত, সাধারণ সম্পাদক সাদমান সাকিব আলভী, সরকারী শ্রমিক কলেজ ছাত্রলীগের সভাপতি এম আই লিকন, সাধারন সম্পাদক ওয়াশিম মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক সাদিকুর রহমান ভুইয়াসহ প্রমুখ। সভায় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।