কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : কালীগঞ্জে বিকাশ প্রতারককে আটকের পর থানায় নিয়ে যাওয়ার পথে এক ইউপি সদস্যের উপর হামলা হয়েছে। হামলার শিকার সাগর রোজারিও (৪৫) তুমুলিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে প্রতারক নাজমুল দর্জি স্থানীয় রাফায়েল স্টোর এন্ড টেলিকমে গিয়ে বিকাশে টাকা উত্তোলন করার কথা বললে দোকান মালিক স্বপন কোড়াইয়া তাকে এজেন্ট নাম্বার দিয়ে টাকা পাঠাতে বলেন। নাজমুল টাকা পাঠানো হয়েছে বলে তাকে একটি ভূয়া ম্যাসেজ দেখায়। স্বপন কোড়াইয়া ম্যাসেজটি যাচাই করে দেখেন তার বিকাশ একাউন্টে টাকা ডুকেনি। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি আশপাশের ব্যবসায়ীসহ নাজমুলকে আটক করে ইউপি সদস্য সাগর রোজারিওকে খবর দেয়।
সাগর রোজারিও ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের নিকট বিস্তারিত শুনে প্রতারক নাজমুলকে পুলিশে সোপর্দ করার জন্য থানার দিকে নিয়ে যায়। নাজমুলের বাড়ির নিকট পৌছলে তার ভাই নাদিম দর্জি, পিতা আতাউর রহমান দর্জি, মাতা নাসিমা বেগম ও প্রতিবেশী ফারুক দেশীয় অস্ত্র শস্ত্র ও লাঠিসোটা নিয়ে ইউপি সদস্য সাগর রোজারিওর উপর হামলা করে নাজমুলকে ছিনিয়ে নেয়। এসময় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপনের জন্য সাগরের নিকট থাকা ৯০ হাজার টাকা লুট করে নেয় হামলাকারীরা। পরে স্থানীয়রা আহত সাগরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ইউপি সদস্য সাগর রোজারিওর স্ত্রী প্রভাতী রোজারিও বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন, যার নং ৯, তারিখ ১৫/০৮/২২। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. অভিজিৎ জানান, ১৪ আগস্ট দুপুর ৩টার দিকে আহত ইউপি সদস্য সাগর রোজারিওকে হাসপাতালে আনা হলে তাকে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। সোমবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. যোবায়ের বলেন, ইউপি সদস্যের উপর হামলার ঘটনায় অভিযুক্ত ফারুককে আটক করা হয়েছে। ১৫ আস্ট দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় আরো জানায়, দক্ষিণ রাজনগর এলাকার নাজমুল দর্জি, তার ভাই নাদিম দর্জি, তাদের পিতা আতাউর রহমান দর্জি, মাতা নাসিমা বেগম ও প্রতিবেশী ফারুক দীর্ঘদিন যাবত প্রতারণার মাধ্যমে বিকাশ এজেন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল। ইতিপূর্বেও রাফায়েল স্টোর এন্ড টেলিকম থেকে প্রতারণার মাধ্যমে ভুয়া ম্যাসেজ দেখিয়ে প্রায় ৬ হাজার ২’শ টাকা হাতিয়ে নেয়।
দেশকণ্ঠ/আসো