কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অপর্ণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল কর্মসূচি পালন করা হয়েছে।
১৫ আগস্ট সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শোক প্রকাশ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসসাদিকজামান, পৌর মেয়র এস.এম রবীন হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন সরকার, সহ সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী, সদস্য মাজেদুল ইসলাম সেলিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. মাকসুদুল আলম খান মাসুদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলামসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ। পরে উপজেলা শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.আসসাদিকজামান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মনিরুল ইসলাম ও জাতীয় মহিলা সংস্থার উপজেলার দায়িত্বপ্রাপ্ত অফিসার জেসমিন বেগমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান অ্যাড. মাকসুদ-উল আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন সরকার, সাধারণ সম্পাদক এইচ.এম আবুবকর চৌধুরী, কালীগঞ্জ পৌর মেয়র এস এম রবীন হোসেন, কালীগঞ্জ থানার ওসি আনিসুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা, সার্বভৌম বাংলাদেশের প্রতীক। বঙ্গবন্ধুর জীবন, কর্মচিন্তা ও চেতনা সব কিছু ছিল মানুষকে ঘিরে। জীবনের পথ পরিক্রমায় নিদারুণ নিপীড়ন সহ্য করে নিঃস্বার্থ ভালোবাসায় তিনি মানুষের সার্বিক মুক্তির পথ দেখিয়েছেন। স্বাধীনতা লাভের মাত্র সাড়ে তিন বছরের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ চরম দরিদ্র দেশ থেকে স্বল্পোন্নত দেশের পথে পা বাড়াতে সক্ষম হয়। কিš‘ স্বাধীনতা বিরোধী ঘাতক চক্র বঙ্গবন্ধুর নেতৃত্বে এই অগ্রযাত্রা থামিয়ে দিতে ঘৃণ্য ষড়যন্ত্রের মাধ্যমে ১৯৭৫ সালের ১৫ আগষ্টের নিষ্ঠুর মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটায়।
এর আগে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলার প্রশিক্ষণ প্রাপ্ত মৎস্যজীবী ও কম্পিউটার উদ্যোক্তা ৯ জন যুবক ও যুব মহিলাদের মাঝে ৭ লাখ ৮০ হাজার টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।
দেশকণ্ঠ/আসো