দেশকণ্ঠ প্রতিনিধি, নোয়াখালী : শোকাবহ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিষ্ঠুর ঘাতকের হাতে নিহত হন। প্রতি বছর ১৫ আগস্ট গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ১৯৭৫ সালের নিহতদের স্মরণ করছে জাতি। ওই দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ। যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন নোয়াখালী।
১৫ আগস্ট নোয়াখালী জেলা প্রশাসন সকালে মুজিব চত্ত্বর প্রাঙ্গণে নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের নেতৃত্বে প্রশাসনের সকল কর্মকর্তা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এরপর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান সিভিল সার্জন নোয়াখালীর উদ্যোগে আয়োজিত স্বেচ্ছা রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং একইসাথে তিনি শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় যোগদান করেন। আলোচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জাতির পিতা বঙ্গবন্ধুসহ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ‘আমরা এই জাতীয় শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর আদর্শ, পিতা তনয়া শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে যথাযথ দায়িত্ব পালন করব। এই দিনে আমাদের দৃঢ় প্রত্যয়ে নিয়ে দেশকে সমৃদ্ধি পথে এগিয়ে নেওয়ার শপথ নিতে হবে।’
আলোচনা সভা শেষে তিনি আলোকিত মানবিক অর্গানাইজেশন এর উদ্যোগে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। সবশেষে তিনি সার্কিট হাউস প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
দেশকণ্ঠ/আসো