গাজীপুর প্রতিনিধি : গাজীপুর প্রেসক্লাব ২০২২-২০২৩ কার্যনির্বাহী পরিষদের নির্বাচিতদের শপথ ও দায়িত্ব প্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ আগস্ট) শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল সড়কের প্রেসক্লাব ভবনে এসব কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মো. হাতেম আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ নির্বাহী কমিটির সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান। নির্বাচিত সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহাম্মদের কাছে পূর্বের কমিটির সাধারণ সম্পাদক রাহিম সরকার চাবি বুঝিয়ে দিয়ে দায়িত্ব হস্তান্তর করেন।
পূর্বের কমিটির সভাপতি অধ্যাপক মাসুদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহিম সরকারের সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানের পূর্বে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, অধ্যাপক এনামুল হক, নতুন কমিটির সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহাম্মদ, নির্বাহী সদস্য রায়হানুল ইসলাম আকন্দ প্রমুখ। পরে উপস্থিত নির্বাহী কমিটির সকল সদস্য শপথ পেপারে নিজ নিজ স্বাক্ষর করেন।
দেশকণ্ঠ/আসো