পথরেখা অনলাইন : ঘটা আয়োজনে সিটি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ দয়াগঞ্জ শাখার বার্ষিক ফল প্রকাশ হয়েছে। একই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সেরা ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হয়েছে। ১৮ ডিসেম্বর ২০২৩ সূত্রাপুরের জহির রায়হান নাট্যমঞ্চে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর শহিদ উল্লাহ মিনু এবং বিশেষ অতিথি ছিলেন গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান ইরন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সিটি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.মোশাররফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ভেনাস বাংলাদেশ লিমিটেডের পরিচালক মো. নবুয়ত আলী, মিরাজ মিয়া, সাইফুল ইসলাম। প্রথমে সুললিত কন্ঠের কোরআন তেলোয়াত দিয়ে অনুষ্ঠানটির সূচনা করেন ক্বারী মোহাম্মদ নূর হোসেন। এরেপর জাতীয় সংগীত, একাডেমিক সংগীত ও দেশাত্ববোধক গান পরিবেশিত হয়।
প্রধান অতিথি শহিদ উল্লাহ মিনু তাঁর বক্তব্যে বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলাকে স্বাধীনতা দিয়ে গেছেন। আমাদেরকে সেই সোনার বাংলাকে রক্ষার জন্য সুনাগরিক গড়ে তুলতে হবে। আমাদের বিশ্বাস এই প্রতিষ্ঠানের ছেলে-মেয়েরা দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠছে।’ বিশেষ অতিথি সিদ্দিকুর রহমান ইরন বলেন, ‘আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ পেয়েছি। এখন আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য স্মার্ট শিক্ষার্থী তৈরি করতে হবে।’
সভাপতি মো.মোশাররফ হোসেন তাঁর বক্তব্যে বলেন,‘বর্তমান সরকার দেশের আমুল শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করেছে। সরকারের এই উদ্যোগ খুবই যুগপোযোগী। আমরা সার্থকভাবে এই শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করছি। আমাদের বিশ্বাস আমাদের সুযোগ্য শিক্ষকমণ্ডলী নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলবে।’
অনুষ্ঠানে সিটি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ দয়াগঞ্জ শাখার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানের বিভিন্ন আয়োজনে যারা মেধা-যোগ্যতার স্মারক রেখেছেন তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিবলী সাদিক ও আফরিন ইসলাম। উল্লেখ্য, সিটি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ভেনাস বাংলাদেশ লিমিটেড দ্বারা পরিচালিত ও ভেনাস এডুকেশন দ্বারা বাস্তবায়িত একটি অলাভজনক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু ২০১০ সালে কেরাণীগঞ্জ ক্যাম্পাস দিয়ে। এরপর দয়াগঞ্জ ও চিটাগাং রোডর হিরাঝিলে আরো দুটি ক্যাম্পাস খোলা হয়েছে।
সিটি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ একটি ব্যাতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে সেমিস্টার পদ্ধতিতে শিক্ষাদানের পাশাপাশি বাধ্যতামূলক স্পোকেন ইংলিশ ও কম্পিউটার শিক্ষা দেওয়া হয় । শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা-উপকরণের মাধ্যমে পাঠদান, দূর্বল শিক্ষার্থীকে গাইড টিচারের মাধ্যমে নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়। শিক্ষার্থদের আলাদাভাবে টিউট দরকার হয়না। ডেইলি লেসন প্ল্যানের মাধ্যমে পাঠদান নিশ্চিত করা, সিএও সিস্টেম অনুযায়ী কোর্স ওয়ার্ক এর মাধ্যমে গাঠনিক মূল্যায়ন এবং সেমিস্টার পরীক্ষা (S.F.E) এর মাধ্যমে চুড়ান্ত মূল্যায়ন। নতুন শিক্ষা ব্যাবস্থার সম্পূর্ণ বাস্তবায়ণ। শিক্ষা সফর ও খেলাধুলাসহ বিভিন্ন বিনোদন ও সাংস্কৃতিক কার্যক্রমের ব্যবস্থা রাখা হয়েছে। শ্রেণীর প্রতি শাখার শিক্ষার্থীর সংখ্যা ৩০ জন। মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা। পাঠ্যসূচি ও একাডেমিক ক্যালেন্ডার নিখুঁতভাবে অনুসরণ। ৫ম, ৮ম, ও ১০ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বাধ্যতামূলক বিশেষ ক্লাসের ব্যবস্থা। অডিও-ভিডিও, মাল্টিমিডিয়া ক্লাস রুমে সার্বক্ষণিক জেনারেটর এবং আইপিএসের ব্যবস্থা রয়েছে। অমনোযোগী ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে ফুল টাইম স্কুলিংসহ ডে-কেয়ার ব্যবস্থা। আধুনিক ও যুগোপযোগী শিক্ষা বাস্তাবায়নের লক্ষ্যে রয়েছে শিক্ষক প্রশিক্ষণের উন্নত ব্যবস্থা। এই প্রতিষ্ঠানে নৈতিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব প্রদান।
পথরেখা/রাসু