মোয়াজ্জেম হোসেন রাসেল, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : স্বপ্নের পদ্মা সেতুরেউদ্বোধন উপলক্ষে কালীগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহের আফরোজ চুমকি এমপি।
২৮ জুন দুপুরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় হতে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় কালীগঞ্জ পৌরসভা ও সাতটি ইউনিয়নের আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ এবং সাধারণ মানুষ আনন্দ শোভাযাত্রায় যোগ দেয়।
শোভাযাত্রা উপলক্ষে প্রধান অতিথি মেহের আফরোজ চুমকি এমপি সাংবাদিকদের বলেন, আমরা একটি স্বাধীন দেশ পেয়েছিলাম। কিন্ত আমাদের দূর্ভাগ্য স্বাধীনতার কয়েক বছরের মধ্যে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারাই। বঙ্গবন্ধুর যোগ্য কন্যা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দক্ষতা, যোগ্যতা, সততা ও দেশপ্রেম দিয়ে আমাদের একটি পদ্মা সেতু উপহার দিয়েছেন। এই পদ্মা সেতু আমাদের মাথা উঁচু করে দাড়ানোর শক্তি ও সাহস দিয়েছে। আজ আমরা আনন্দিত ও গর্বিত।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন সরকার, সহ সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী, সদস্য মাজেদুল ইসলাম সেলিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. মাকসুদুল আলম খান মাসুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র এস.এম রবিন হোসেন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক কাজী হারুন অর রশিদ টিপু, পৌর যুবলীগের সভাপতি বাদল হোসেন, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এমআই লিকন ও সাধারণ সম্পাদক ওয়াসিম মোল্লাসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
দেশকণ্ঠ/আসো