• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
    ৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ২০:৪৫

আর্জেন্টিনার ৩৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণার আগেই ফাঁস

  • ক্রীড়া -ফুটবল       
  • ২০ অক্টোবর, ২০২২       
  • ৯৩
  •       
  • ২০-১০-২০২২, ০৯:৫১:৫৮

দেশকন্ঠ প্রতিবেদন : কাতার বিশ্বকাপের আর বাকি মাত্র ৩১ দিন। সময়টা বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণার। যদিও দলগুলো এখনো নিজেদের বিশ্বকাপ দলে কে কে থাকছেন, সেটা এখনো ঘোষণা করেনি। দলগুলোর বিশ্বকাপ স্কোয়াডে কে কে থাকছেন, এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই।  আর্জেন্টিনা দল এখনো ঘোষণা হয়নি। যদিও স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, দিন দুয়েকের মধ্যে ৩৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ফিফার হাতে তুলে দেবেন কোচ লিওনেল স্ক্যালোনি। সেই স্কোয়াডটাই ফাঁস হয়ে গেল এবার।
 
আর্জেন্টিনার ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল টিএনটি স্পোর্টসের সাংবাদিক আর্তুরো বুলিয়ান গত রাতে আর্জেন্টিনার ৩৫ সদস্যের এই দল ফাঁস করেছেন। জানিয়েছেন মোটাদাগে এই দলটাই ফিফার হাতে তুলে দিতে চলেছেন কোচ স্ক্যালোনি। অনুমিতভাবেই এই দলে আছেন আর্জেন্টিনার সবশেষ দুই ম্যাচের জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াডে থাকা সবাই। সেখানে নতুন করে যোগ হতে পারে হুয়ান মুসো, মার্কো সেনেসি, হুয়ান ফয়েথ, লুকাস আলারিও, লুকাস ওক্যাম্পোস, নিকোলাস ডমিঙ্গেজ, জিওভানি সিমিওনেদের নাম। 
 
ফাঁস হওয়া আর্জেন্টিনার ৩৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, ফ্র্যাঙ্কো আরমানি, হুয়ান মুসো।
 
ডিফেন্ডার : নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, হেরমান পেৎজেলা, নিকলাস অটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনইয়া, নিকলাস টালিয়াফিকো, হুয়ান ফয়েথ, ফাকুন্দো মেদিনা, নাহুয়েন পেরেজ, লুকাস মার্টিনেজ কুয়ার্তা/মার্কো সেনেসি।
 
মিডফিল্ডার : রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো চেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গিদো রদ্রিগেজ, আলেহান্দ্রো ‘পাপু’ গোমেজ, এনজো ফের্নান্দেজ, এসকিয়েল পালাসিওস, তিয়াগো আলমাদা।
 
ফরোয়ার্ড : লিওনেল মেসি, লাওতারো মার্টিনেজ, আনহেল ডি মারিয়া, ইউলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, নিকোলাস গনজালেস, আনহেল কোরেয়া, হোয়াকিন কোরেয়া, জিওভানি সিমিওনে/এমিলিয়ানো বুয়েন্দিয়া, লুকাস আলারিও/লুকাস ওক্যাম্পোস/নিকোলাস ডমিঙ্গেজ।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।