• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
    ৬ আশ্বিন ১৪৩১
    ঢাকা সময়: ১০:৫৫
বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির ৬০ বছর পুর্তি

সালাউদ্দিন-সাকিব-মাশরাফিদের সম্মাননা দিচ্ছে বিএসপিএ

মোয়াজ্জেম হোসেন রাসেল : স্বাধীনতার ৫০ বছর পুর্তিতে এবার দেশসেরা ক্রীড়া ব্যক্তিত্ব ও ক্রীড়া সাংবাদিকদের সম্মাননা দিতে যাচ্ছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি নামে পরিচিত দেশের ক্রীড়া সাংবদিকদের সবচেয়ে বড় এই সংগঠনের ৬০ বছর পুর্তিতে এই অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত বিশেষ এই অনুষ্ঠানটি শুরু হবে ৩০ ডিসেম্বর বিকাল পাঁচটায়। যাদেরকে সম্মানিত করা হচ্ছে তারা নিজ নিজ অঙ্গনে মাঠের পারফরম্যান্সে সেরা। স্বাধীনতাউত্তর বিগত পাঁচ দশকে নিজ নিজ ক্ষেত্রে অসামান্য সব কীর্তি গড়ে এরই মধ্যে কিংবদন্তিদের পর্যায়ে চলে গেছেন। সেই সেরাদের মধ্য থেকে সেরা ১০ ক্রীড়াবিদকে খুঁজে বের করে সম্মানিত করার মহৎ উদ্যোগ নিতে যাচ্ছে ক্রীড়াসাংবাদিকদের সুপ্রাচীন এই সংগঠনটি। সম্মাননা পেতে যাওয়ার জন্য মনোনীত ১০ জনের নাম আগেই ঘোষণা করেছিল বিএসপিএ। এ বিষয়ে বিএসপিএ সভাপতি সনৎ বাবলা জানিয়েছেন, ’ক্রীড়া ব্যক্তিত্ব ছাড়াও একই সঙ্গে জ্যেষ্ঠ ১০ ক্রীড়া সাংবাদিকের হাতেও তুলে দেওয়া হবে সম্মাননা। পাশাপাশি জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানকে দেওয়া হবে বিশেষ সম্মাননা’।
 
সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন ক্রীড়াসাংবাদিকদের এশিয়ান সংস্থা এআইপিএস এশিয়ার সভাপতি হি দন জং ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। ৯ সদস্যের স্বাধীন বিচারক প্যানেল সেরা ১১০ ক্রীড়াবিদের মধ্য থেকে সেরা ১০ ক্রীড়াবিদ মনোনীত করেছেন। যেখানে স্থান পেয়েছেন দেশের প্রথম পেশাদার ফুটবলার হিসেবে বিদেশি লিগে খেলা কাজী মোহাম্মদ সালাউদ্দিন, সিউল এশিয়ান গেমসে বক্সিং ইভেন্টে দেশের হয়ে প্রথম পদকজয়ী মোশাররফ হোসেন, ঢাকা সাফ গেমসে রেকর্ড ৬টি সোনাজয়ী সাঁতারু মোশাররফ হোসেন খান, সাফ গেমসে দুইবারের দ্রুততম মানব প্রয়াত শাহ আলম, দেশের অন্যতম সেরা ডিফেন্ডার প্রয়াত মোনেম মুন্না, এশিয়ার প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আসিফ হোসেন খান, জাতীয় ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফী বিন মর্তুজা, বিশ্বসেরা অলরাউন্ডার খেতাব পাওয়া সাকিব আল হাসান ও দেশের একমাত্র এশিয়ান ট্যুরজয়ী গলফার সিদ্দিকুর রহমান।
 
এদের মধ্য থেকে সেরা কে তা আবার জানা যাবে অনুষ্ঠানে। এ ছাড়া ১০ সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও লেখক হিসেবে সম্মাননা পাবেন প্রয়াত আবদুল হামিদ, প্রয়াত তওফিক আজিজ খান, প্রয়াত বদি-উজ-জামান, জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক আবদুল তৌহিদ, প্রয়াত আতাউল হক মল্লিক, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, চ্যানেল টোয়েন্টিফোরের ক্রীড়া সম্পাদক দিলু খন্দকার, এটিএন নিউজের জ্যেষ্ঠ সাংবাদিক শহিদুল আজম ও দৈনিক দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন। এ ছাড়া বিশেষ সম্মাননা প্রদান করা হবে স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে ব্যাটে জয়-বাংলা শ্লোগান লিখে মাঠে নামার অসীম সাহসিকতা দেখানো জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এএসএম রকিবুল হাসানকে।
 
স্বাধীনতা পরবর্তী সময়ে ক্রীড়াঙ্গনে সেরা ক্রীড়া ব্যক্তিত্ব কারা আগে এমন কোনো অনুষ্ঠান হয়নি। বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি এমন উদ্যোগ নিয়েছে। বাছাই প্রক্রিয়া সম্পর্কে সংগঠনের সভাপতি বলেন, ‘ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ৯ জন ব্যক্তিত্ব এই বাছাই প্রক্রিয়া করেছেন। ১১০ জনের একটি তালিকা তাদের দেওয়া হয়েছিল। সেই তালিকা বিচারকরা নাম্বারিং করে। সেই নাম্বারের ভিত্তিতে ১০ জন সেরা হয়েছেন।’ ক্রীড়ালেখক সমিতির ৬০ বছর অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করছে বসুন্ধরা গ্রুপ। ক্রীড়া ব্যক্তিত্বরা সম্মাননাপত্র, ট্রফি ছাড়াও এক লাখ টাকা করে নগদ অর্থ পাবেন। এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন এক ইতিহাস গড়তে যাচ্ছে বিএসপিএ।
দেশকণ্ঠ/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।