দেশকণ্ঠ প্রতিবেদন : শুরু হচ্ছে ‘কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট’। মতিঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে) ভবন সংলগ্ন আর্টিফিসিয়াল টার্ফে স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের (বিএসজেএ) আয়োজিত এই আসর শুরু হবে ২১ জানুয়ারি। আসরে ৩২টি গণমাধ্যম প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। টুর্নামেন্টের ফাইনাল ২৫ জানুয়ারি।
১৮ জানুয়ারি বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের(বিওএ) ডাচ-বাংলা অডিটরিয়ামেআয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য উপস্থাপন করেন টুর্নামেন্টের সদস্য সচিব মো. রবিউল ইসলাম। বিএসজে সভাপতি এটিএম সাইদুজ্জামানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজের অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার তেহসিনা খানম। বক্তব্য রাখেন বিএসজেএ সাধারণ সম্পদক আনিসুর রহমান এবং টুর্নামেন্ট কমিটির আহবায়ক রায়হান আল মুঘনি।
আট গ্রুপের শীর্ষ দল খেলবে কোয়ার্টার ফাইনালে। চ্যাম্পিয়ন দল ট্রফি ছাড়াও ৩০ হাজার টাকা এবং রানার্স-আপ দল ট্রফি ছাড়াও ১৫ হাজার টাকা পাবে। অংশগ্রহনকারী দলগুলো জার্সি ছাড়াও প্রতি মাচে অংশগ্রহণ ফি পাবে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হল- বৈশাখী টিভি, ইন্ডিপেন্ডেন্ট টিভি, বাংলাভিশন, ডেইলি স্টার, চ্যানেল আই, জাগো নিউজ, ঢাকা ট্রিবিউন, মাছ রাঙা টিভি, চ্যানেল২৪, আরটিভি, টি-স্পোর্টস, জিটিভি, ডিবিসি, নিউজ২৪, ইটিভি, এটিএন বাংলা,কালের কন্ঠ, জনকন্ঠ, যুগান্তর, সমকাল, ডেইলি সান, ঢাকা পোষ্ট, বাংলাদেশ প্রতিদিন, বাংলাট্রিবিউন,আজকের পত্রিকা, কালবেলা, বাংলানিউজ২৪, সময়ের আলো, দেশ রূপান্তর, বিটিভি, এখন টিভি ও দিপ্ত টিভি।
দেশকণ্ঠ/আসো