• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
    ৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ০০:৫৫

হাজার কোটি টাকার মেসি-রোনালদোর ম্যাচ

  • ক্রীড়া -ফুটবল       
  • ১৯ জানুয়ারি, ২০২৩       
  • ৬১
  •       
  • ১৯-০১-২০২৩, ১৯:৫৪:৪২

মোয়াজ্জেম হোসেন রাসেল : বিশ্বকাপ ফুটবলের পর আবারও বড় ম্যাচ দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব। সেখানে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াদ ইলেভেন-পিএসজি। এই ম্যাচের বড় দুটি আকর্ষণের নাম লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। কারণ দুই দলের দুই সেরা তারকা যে আজকে মুখোমুখি হতে যাচ্ছে। পরিসংখ্যানের বিচারে হিসাব হয়তো মিটেই গেছে তাদের। একসময়ে তাদের মুখোমুখি লড়াই দারুণ উত্তেজনা ছড়াত। ব্যালন ডি অরের কাড়াকাড়িতেও ছিলেন তারা দুজন। অথচ এখন গতি বাড়িয়ে অনেক দূর চলে গেছেন লিওনেল মেসি। বিশ্বকাপ জয় তাকে পেলে, দিয়েগো ম্যারাডোনাদের উচ্চতায় উঠিয়েছে। একসময় (২০১৬ সালের দিকে) ইউরো জিতে রোনালদো ছিলেন এগিয়ে। তবে সেসব দূর অতীত। মেসি এখনো ইউরোপে আছেন কিন্তু রোনালদো সেখান থেকে অনেক দূরে এশিয়ায়।যারা ভেবেছিলেন তাদের আর মুখোমুখি দেখার সুযোগ নেই! তাদের আক্ষেপ মিটিয়ে দিল সম্প্রীতি। এই সম্প্রীতি বা প্রীতিম্যাচেই সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে ২০ জানুয়ারি বাংলাদেশ সময় ১১টায় লড়াইয়ে নামছেন মেসি-রোনালদো। সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে এখনো মাঠে নামতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। হলুদ জার্সিতে তাকে মাঠে দেখার অপেক্ষায় ফুটবলভক্তরা। 
 
দুই দলের খেলোয়াড়দের পারিশ্রমিকের পাশাপাশি দর্শকদের মাঠে প্রবেশ করতে যে খরচ হয়েছে তাতে এই ম্যাচকে হাজার কোটি টাকার বললে কোণ অংশে ভুল বলা হবেনা। আজকের সেই অপেক্ষা ফুরাবে। তার আগেই ডাবল আনন্দ নিয়ে আসছে আজকের ম্যাচ। রিয়াদ সিজন কাপ নামের প্রীতিম্যাচে পিএসজির বিপক্ষে খেলবে আল নাসর ও আল হিলাল ক্লাবের খেলোয়াড়দের নিয়ে গড়া রিয়াদ ইলেভেন। স্বাগতিকদের নেতৃত্ব দেবেন রোনালদো। তাদের দুজনের লড়াইটা যেন শেষ হওয়ার ছিল না। মাঠে বা মাঠের বাইরে কে সেরা তা নিয়ে দুজনের সমর্থক-ভক্তরা আলোচনা করতই। গত বিশ্বকাপের পর এই আলোচনায় ভাটার টান পড়েছে। আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ এনে দেওয়ায় সর্বকালের সেরাদের একজন হয়েছেন মেসিই। পেছনে ফেলেছেন রোনালদোকে। এদিকে বিশ্বকাপের পর রোনালদো সৌদি আরবের ক্লাবে যোগ দিলে পর্তুগিজ কিংবদন্তির সঙ্গে আর্জেন্টাইন কিংবদন্তির তুলনা হওয়ার আর কোনো সুযোগই ছিল না। কারণ মাঠে তাদের লড়াইয়ের সম্ভাবনা আর নেই। সেই আশঙ্কা দূর করে আবারও তাদের লড়াই দেখার সুযোগ চলে এলো। 
 
দীর্ঘদিন মাঠে না থাকায় রোনালদো অবশ্য পুরো ম্যাচ খেলবেন কিনা সন্দেহ। আল নাসেরের কোচ রুডি গার্সিয়া জানিয়েছেন, ম্যাচের প্রথম ৪৫ মিনিটে নিজেকে প্রস্তুত করার জন্য খেলবেন। তার দলটিতে বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারানো সৌদি আরবের হয়ে গোল করা সালেম আল-দাওসারি এবং সৌদ আবদুল হামিদ খেলেবেন। ম্যাচটি নিয়ে উত্তেজনার শেষ নেই। ধারণা করা হচ্ছে ৬৮ হাজার লোকের ধারণক্ষমতার স্টেডিয়াম পুরোপুরি ভর্তি থাকবে। ম্যাচটির টিকিট পেতে অনলাইনে ইতিমধ্যে প্রায় ২০ লাখ আবেদন পড়েছে। এই টিকিটের মধ্যে একটি ভিআইপি ‘ধারণার বাইরে’ নামক টিকিটের ব্যবস্থা রেখেছে আয়োজকরা। এই টিকিটের জন্য হয়েছে নিলাম। ১০ লাখ রিয়াল থেকে শুরু নিলামে এই টিকিটের দাম উঠেছে ১ কোটি রিয়াল পর্যন্ত। ওই দামে টিকিটটা কিনেও নিয়েছেন সৌদির এক ব্যবসায়ী। মুশরেফ আল-ঘামদি নামের এই ব্যবসায়ী দীর্ঘদিন ধরেই দেশটির সেরা স্থাপনা এজেন্ট। মঙ্গলবার স্থানীয় সময় ১১:৩০-এ শেষ হওয়া নিলামে তার কাছাকাছিও দাম হাঁকতে পারেনি বাকিরা। অবশ্য কোটি টাকার টিকিটই কিনেছেন আল-ঘামদি। 
আর এই টিকিটে গ্যালারিই শুধু নয়, দুই দলের ড্রেসিংরুমে প্রবেশের সুযোগ পাচ্ছেন তিনি। সঙ্গে থাকছে ফুটবলারদের সঙ্গে ছবি তোলার ব্যবস্থাও। অবশ্য ১ কোটি রিয়ালের এই টিকিটের অর্থ আয়োজকরা পকেটে পুরছেন না। এই অর্থ যাবে সৌদি সরকারের দাতব্য ফান্ড ‘এহসান’ এ। মেসি রোনালদোর মাঠে নামাটা আরেকবার পরিসংখ্যানকে সামনে এনে দিচ্ছে। দুই তারকা এ পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচে মুখোমুখি হয়েছেন। তাতে মেসি জিতেছেন ১৬টিতে আর রোনালদো ১১ ম্যাচে। ড্র হয়েছে ৯ ম্যাচ। জয়-পরাজয়ে দূরত্ব থাকলেও গোলে দুজনের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। মুখোমুখি লড়াইয়ে মেসির ২২ গোলের বিপরীতে রোনালদোর ২১ গোল। আজ কে কাকে ছাড়িয়ে যান সেটাই দেখার। মেসি ও রোনালদোর দ্বৈরথ হয়তো শেষের পথে। এই প্রীতি ম্যাচের পর আবার কবে তারা মুখোমুখি হবেন তা অজানা। তবে এই লড়াই এশিয়ান বা সৌদির ফুটবলের নতুন দিক খুলে দেবে। রোনালদো দেশটিতে প্রথম বিশ্বকাপ আয়োজনের শুভেচ্ছা দূত হিসেবেও কাজ করবেন। বিভিন্ন সময়ে, বিভিন্ন উদ্যোগে পাশে থাকার সম্মান স্বরূপ ক্লাব আল নাসেরের সঙ্গে চুক্তির ২০০ মিলিয়ন ইউরো বাদেও আরও ২০০ মিলিয়ন ইউরো আয় করবেন রোনালদো।
 
সময়ের হিসেবে দুই বছর ৪২ দিন পর মেসি-রোনালদোর দ্বৈরথ। আকর্ষণ-রোমাঞ্চের মাপকাঠিতে গত দেড় দশক ধরেই বিশ্ব ফুটবলে সবার ওপরে মেসি-রোনালদোর দ্বৈরথ। বিশ্ব ফুটবলের ইতিহাসেরই অন্যতম সেরা ব্যক্তিগত দ্বৈরথ এটি। সেই যে ২০০৮ সালের ২৩ এপ্রিল শুরু হয়েছিল মেসি-রোনালদোর মাঠের দ্বৈরথ, তা এখনো চলছে। সময়ের সেরা দুই ফুটবলারের মুখোমুখি দ্বৈরথ ঘিরে ফুটবলপ্রেমীদের আকর্ষণ-উন্মাদনাও এখনো আগের মতোই তুঙ্গে। ভুল! সৌদি আরবে দুই তারকার আজকের দ্বৈরথ ঘিরে আকর্ষণ-উন্মাদনা-হইচই বরং আগের সব দ্বৈরথকে ছাপিয়ে গেছে! এর কারণ, ইউরোপ ছেড়ে রোনালদোর সৌদি আরবের ক্লাব আল নাসেরে নাম লেখানো। গত ৩০ ডিসেম্বর যখন আল নাসের সঙ্গে কথাবার্তা পাকা করেন এবং ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রে সই করেন রোনালদো, তখন ফুটবলপ্রেমীরা ধরেই নিয়েছিল মেসি-রোনালদোর দ্বৈরথ দেখার সম্ভাবনা শেষ! কিন্তু বিশ্ব ফুটবলপ্রেমীদের এই ভুল ধারণা ভাঙতে এক সপ্তাহও সময় লাগেনি। 
 
লিওনেল মেসির যত অর্জন
২০২২ বিশ্বকাপ, ২০১৪ রানার্সআপ; ২০২১ কোপা আমেরিকা, তিনবার কোপা রানার্সাপ, দুবার গোল্ডেন বল, ১০টি স্প্যানিশ লিগ, ৩টি ইউরোপিয়ান সুপার কাপ, তিনটি ক্লাব বিশ্বকাপ, ব্যালন ডি অর ৭ বার, পিচিচি ট্রফি ৬ বার।
 
ক্রিশ্চিয়ানো রোনালদোর যত অর্জন
২০১৬ ইউরো, ২০০৪ ইউরো রানার্সআপ, ২০১৯ নেশন্স লিগ, ইংল্যান্ড-স্পেন-ইতালিতে মোট সাতটি লিগ, পাঁচটি চ্যাম্পিয়নস লিগ, চারটি ক্লাব বিশ্বকাপ, ব্যালন ডি অর ৫ বার, পিচিচি ট্রফি চারবার।
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।