বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশন দারুণভাবে শুরু করেছে বাংলাদেশ। ১৩ মার্চ সোমবার পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ৫০-২২ পয়েন্টে শোচনীয়ভাবে হারিয়েছে পোল্যান্ডকে। প্রথমার্ধে বাংলাদেশ ১৮-১৪ পয়েন্টে এগিয়েছিল।
টুর্নামেন্টের হট ফেবারিট বাংলাদেশ ম্যাচটি ভালোভাবে শুরু করতে পারেনি। প্রথমার্ধের অধিকাংশ সময় লিডে ছিল অতিথি দলটিই। এমনকি ম্যাচের প্রথম লোনাটি পেয়েছিল তারাই। সময় যতো গড়িয়েছে বাংলাদেশ ততো গুছিয়ে উঠে ম্যাচে ফিরেছে। ১৮-১৪ লিড নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করে আর পেছনে তাকাননি তুহিন তরফদাররা। চারটি লোনাসহ বিশাল পয়েন্টের ব্যবধানে ম্যাচ জিতে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়ক তুহিন তরফদার ম্যাচসেরা হয়েছেন।
ম্যাচের পর তুহিন তরফদার বলেন, ‘আমাদের শুরুটা একটু খারাপ হয়েছি। কারণ, নতুনরা ছোট ছোট ভুল করছিল। বিরতি সময় আমি তাদের বলেছি, আমি আছি। তোমরা ঠান্ডামাথায় খেলো। যে কারণে, দ্বিতীয়ার্ধে তারা ভুল শুধরিয়ে ভালো খেলতে থাকে।'