• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
    ৬ আশ্বিন ১৪৩১
    ঢাকা সময়: ১০:৫৩

ইংল্যান্ডের বিপক্ষে নেপালের দুর্দান্ত জয়

দেশকণ্ঠ প্রতিবেদন : প্রথম ম্যাচে তীব্র লড়াই করে ইরাকের কাছে হেরে যাওয়া নেপাল বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে দ্বিতীয় ম্যাচে দারুণ জয় পেয়েছে। বুধবার ১৫ মার্চ পল্টনের শহীদ নুর হোসেন ভলিবল স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে নেপাল দুটি লোনাসহ ৩৯-২৪ পয়েন্টে হারিয়েছে ইংল্যান্ডকে। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন নেপালের ঘনশ্যাম রোকা মাগার।
 
ইংল্যান্ড আগেরদিন ৩৮-৩৫ পয়েন্টে পোল্যান্ডকে হারিয়েছিল। আর নেপাল ইরাকের কাছে হেরেছিল ৪৯-৪৮ পয়েন্টে। বৃহস্পতিবার নেপাল মোকাবেলা করবে টানা দুইবারের চ্যাম্পিয়ন ও স্বাগতিক বাংলাদেশকে। ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। তার আগে বিকেল ৩টায় ম্যাটে নামবে ইংল্যান্ড। তারা মোকাবেলা করবে শক্তিশালী ইরাকের।
 
দিনের দ্বিতীয় ম্যাচে পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় পেয়েছে ইরাক। তীব্র লড়াইয়ের পর তারা দুটি লোনাসহ ৩৮-৩১ পয়েন্টে হারিয়েছে পোল্যান্ডকে। দু’দলই জিততে মরিয়া ছিল। শেষ ১০ মিনিটে প্রাধান্য বিস্তার করে জয়ের হাসি হাসে ইরাক। ম্যাচসেরা হয়েছেন ইরাকের আরি সারি সবর আল-সাইদি।
 
টুর্নামেন্টে দ্বিতীয় জয় পেয়েছে থাইল্যান্ড। তারা ৪৭-৪২ পয়েন্টে হারিয়েছে গতবারের রানার্সআপ কেনিয়াকে। প্রথমার্ধে ২২-১৭ পয়েন্টে এগিয়ে ছিল থাইল্যান্ড। কেনিয়া প্রথম ম্যাচে চাইনিজ তাইপের কাছে পরাজিত হয়। টানা দুই হারে সেমিফাইনালে ওঠা অনেকটাই কঠিন করে ফেলল আফ্রিকান প্রতিনিধিরা।
 
এদিকে জিতেই চলেছে চাইনিজ তাইপে। ইন্দোনেশিয়াকে তার হারিয়েছে ৩৮-২২ পয়েন্টে। প্রথমার্ধে ১৩-১১ পয়েন্টে এগিয়ে ছিল তারা। দিনের শেষ ম্যাচে মালয়েশিয়াকে ৪৫-২৬ পয়েন্টে হারিয়ে জয়ে ফিরেছে শ্রীলংকা। প্রথমার্ধের খেলা ১৫-১৫ পয়েন্টে শেষ হয়।
দেশকণ্ঠ/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।