• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
    ৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ২১:৩০
২০তম দিল্লী আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টারস ওপেন দাবা

ওয়ালটন প্রথম বিভাগ মহিলা দাবা লিগ

দেশকণ্ঠ প্রতিবেদন : ওয়ালটন প্রথম বিভাগ মহিলা দাবা লিগের পঞ্চম রাউন্ডের খেলা শেষে ২৬ মার্চ গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী ও গতবারের রানার্স-আপ বাংলাদেশ পুলিশ খেলায় পূর্ণ ১০ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়।
 
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে পঞ্চম রাউন্ডের খেলায় বাংলাদেশ নৌবাহিনী ৪-০ গেম পয়েন্টে শেখ রাসেল চেস ক্লাবকে  পরাজিত করে। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে ওয়াদিফা আহমেদ, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জমু, কাজী জারিন তাসনিম ও ওয়ারসিয়া খুশবু যথাক্রমে শেখ রাসেল চেস ক্লাবের নাজিয়া জাফরিন মোহনা, জারিন তাসনিম, জোয়েনা মেহবীশ ও ফাতিহা আইনুন দিয়াকে পরাজিত করেন। বাংলাদেশ পুলিশ ৪-০ গেম টিম বরিশালকে পয়েন্টে পরাজিত করে। বাংলাদেশ পুলিশের পক্ষে মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস, নুশরাত জাহান আলো, ভারতীয় মহিলা গ্র্যান্ড মাস্টার শ্রীজা শেশাদ্রি ও ভারতীয় মহিলা গ্র্যান্ড মাস্টার ভেলাভান ভার্ষিনি যথাক্রমে টিম বরিশালের সিদরাতুল মুনতাহা, সোনিয়া আক্তার, তাহিরা আমানি ও রিফাহ সায়েরা মুবনাকে পরাজিত করেন। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ৩-১ গেম পয়েন্টে বসির মেমোরিয়াল চেস একাডেমিকে পরাজিত করে। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের নাজমিন আক্তার, ইশাবা মাসনুন ও রাইবা সোবহান অধরা যথাক্রমে বসির মেমোরিয়াল চেস একাডেমির রেশমা আলম, সানজিদা খানম মিতুল ও সৈয়দা নুসাইবা মাহমুদকে পরাজিত করেন। বসির মেমোরিয়াল চেস একাডেমির মনিকা কুন্ডু উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ওয়ারিসা হায়দারকে পরাজিত করেন। শাহিন চেস ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে বসির মেমোরিয়াল চেস ক্লাবকে পরাজিত করে। আফরিন জাহান মুনিয়া, সাবিকুন নাহার তনিমা ও কিশোয়ারা সাজরীন ইভানা যথাক্রমে বসির মেমোরিয়াল চেস ক্লাবের শারমীন খান, আফরোজ হক চৌধুরী ও মেহজাবীন ইসলামকে পরাজিত করেন। বসির মেমোরিয়াল চেস ক্লাবের কৌমুদি নার্গিস শাহিন চেস ক্লাবের শাহিন চেস ক্লাবের সাথে ড্র করেন।  
 
২০তম দিল্লী আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টারস ওপেন দাবা 
ভারতের দিল্লী শহরে ২০তম দিল্লী আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টারস ওপেন দাবা প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম, ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, আয়ান রহমান ও আসিয়া সুলতানা প্রত্যেকে আড়াই পয়েন্ট করে অর্জন করেছেন। ১৭ টি দেশের ১৯ জন গ্র্যান্ড মাস্টার ১০ জন আন্তর্জাতিক মাস্টারসহ মোট ১০৭২ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করছেন। 
দেশকণ্ঠ/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।