দেশকণ্ঠ প্রতিবেদন : ছেলেদের ফুটবলে না হলেও এবার মেয়েদের ফুটবলে প্রথমবারের মতো ফ্রাঞ্চাইজি লিগ শুরুর অপেক্ষা এখন। এরই মধ্যে ট্রফি ও টুর্নামেন্টের বলের পরিচিতি অনুষ্ঠান করা হয়েছে। এএফসি অনুর্ধ্ব-১৭ ফুটবলে দারুণ ফলাফল করার পর পরই লিগ নিয়ে আরেকটু শংকা কেটে যাওয়ার খবর আসে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের প্রথম রাউন্ডে চ্যাম্পিয়ন হয়ে সোমবার সকালে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। নারী চ্যাম্পিয়নশীপ বাছাইয়ে বাংলাদেশ ‘ডি’ গ্রুপে ছিল। প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। পরের ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়েছে তারা। যেখানে জোড়া গোল করেন সুরভী আকন্দ প্রীতি। তিন দলের মধ্যে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে বাংলাদেশ। মাঠের বাইরে নানা সংকটের মধ্যদিয়ে যাওয়া বাংলাদেশের ফুটবলে আবারও সুখবর নিয়ে আসে মেয়েরা। এই অবস্থার মধ্যেই রাজধানীর এক হোটেলে জমকালো অনুষ্ঠানে এই লিগের ট্রফি ও বলের উন্মোচন হয়েছে। বাংলাদেশ ওমেন্স সুপার লিগের ট্রফিটি ইংল্যান্ডে তৈরী হয়েছে। ট্রফির দৈর্ঘ্য ২২ ইঞ্চি।
এটি তৈরিতে ব্যবহৃত হয়েছে কপার, সিলভার এবং ১৮ ক্যারেট সোনা। বল তৈরি করেছে ভারতের নিভিয়া স্পোর্টস। এই বলটি বাংলাদেশের ওমেন্স ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য বিশেষভাবে নির্মিত। অন্য কোনো প্রতিযোগিতায় এই বল ব্যবহৃত হবে না। নারী ফ্র্যাঞ্চাইজি লিগের বলের অফিসিয়াল নাম দেওয়া হয়েছে ’অস্ত্র’। চারটি দল নিয়ে হবে এই ফ্র্যাঞ্চাইজি লিগ। কোন চার ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করছে সেই নাম অবশ্য এখনও ঘোষণা করেনি বাফুফে ও টুর্নামেন্টের স্বত্বাধিকারীর প্রতিষ্ঠান কে স্পোর্টস। আগামী ১২ মে টুর্নামেন্টের পরবর্তী আপডেট প্রদান করা হবে বলে জানানো হয়েছে। ১৫ মে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ থাকলেও সম্প্রতি বাফুফের কিছু বিষয়ের কারণে সেটা পেছাতে খানিকটা বাধ্য হয়েছে। এরপরও এই মাসের মধ্যে শুরুর চেষ্টা চলছে। জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের নির্বাহী কমিটির ২০ জনের মধ্যে মাত্র দুইজন। মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ও ফেডারেশনের অন্যতম সদস্য জাকির হোসেন চৌধুরী।
চার দল নিয়ে চলতি মাসেই থেকে মাঠে গড়াতে পারে নারী ফুটবলারদের ফ্র্যাঞ্চাইজি লীগ। প্রথমবারের মতো বাংলাদেশ মেয়েদের নিয়ে আয়োজন করেছে এমন লীগের। কোন চার ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করছে সেই নাম অবশ্য এখনও ঘোষণা করেনি বাফুফে ও টুর্নামেন্টের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান। এর আগে প্রথমে ঘোষণা ছিল দেশের প্রথম নারী ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ হবে সিলেট ও ঢাকায়। দল হবে ৫ বা ৬টি। দুটি পরিকল্পনা থেকেই সরে এসেছে বাফুফে এবং কে-স্পোর্টস। লিগ আয়োজন উপলক্ষ্যে গঠিত সাংগঠনিক কমিটির প্রথম সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছিল প্রথম আয়োজন হবে ৪ দল নিয়ে। আর খেলা হবে শুধু ঢাকায়। তবে ঢাকার কোন ভেন্যুতে হবে তা এখনো চূড়ান্ত হয়নি। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম অথবা বসুন্ধরা কিংস এরেনায় হতে পারে নারী ফুটবলের ফ্র্যাঞ্চাইজি লিগ।
সাংগঠনিক কমিটির সভায় উপস্থিত ছিলেন বাফুফের তৎকালীন সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, বাফুফের নারী ফুটবল কমিটির ও লিগ উপলক্ষ্যে গঠিত সাংগঠনিক কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এবং কে-স্পোর্টসের ফাহাদ করিম। সভা শেষে মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘প্রথমে ঠিক করা হয়েছিল এই ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগে ৫-৬টি দল খেলবে; কিন্তু আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি, লিগটা ভালোভাবে আয়োজনের জন্য ৪টা দল খেলবে। আমরা কোয়ালিটির সঙ্গে কোন কমপ্রোমাইজ করতে চাই না। দলগুলোর নাম কি হবে তা পরে ঠিক করা হবে। জেলা, বিভাগ বা ফ্রাঞ্চাইজি যে কোনো একটার নামে গঠিত হবে দল’। মধ্য মে’তে লিগ শুরুর কথা বলা হয়েছিল। সেটা ঠিক আছে। ১৫ মে থেকে ৪ জুন পর্যন্ত খেলা হবে। ডাবল লিগ পদ্ধতিতে খেলার পর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনাল খেলবে। সব মিলিয়ে ১৩টি ম্যাচ হবে। লিগে প্রতিটি দলে পাঁচজন করে বিদেশী খেলোয়াড় এবং বিদেশী কোচিং স্টাফ থাকবে। দলগুলোকে উন্নতমানের হোটেলে রাখা হবে। প্রথমবার চার দলের লিগ হচ্ছে। পরের বছরগুলোতে দল ও ম্যাচের সংখ্যা বাড়বে।
মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘পরবর্তীতে সভা করে দলগুলোর নাম, খেলোয়াড়রা কে কোন ক্যাটাগরিতে সর্বনিন্ম ও সর্বোচ্চ কত টাকা পারিশ্রমিক পাবেন এবং ভেন্যুর নামসহ বিস্তারিত জানিয়ে দেওয়া হবে’। বর্তমানে নারী ফুটবলে যে ক্লাবগুলো খেলে তাদের মধ্যে কারা এই ফ্রাঞ্চাইজি লিগের ব্যাপারে আগ্রহী? কিরণ বললেন, ‘ক্লাবের নাম এখন বলা যাবে না। খুব দ্রুতই সভা করে বলবো। তবে কিছু ক্লাব আগ্রহ প্রকাশ করেছে। এই ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করে রাইটস হোল্ডারের কাছ থেকে বাফুফে যে অর্থ পাবে, সেটা ফুটবলের উন্নয়নে ব্যয় করা হবে।’ এদিকে নারী ফুটবল নিয়ে এমন পরিস্থিতিতে আর পড়তে চায় না বাফুফে।
দেশকণ্ঠ/আসো