মোয়াজ্জেম হোসেন রাসেল : সাফ চ্যাম্পিয়নশীপের প্রথম ম্যাচে লেবাননের কাছে ২-০ গোলের হার দিয়ে আসর শুরু করে বাংলাদেশ। আগে থেকে সেমিফাইনালে খেলার টার্গেট নেওয়া বাংলাদেশ দল দ্বিতীয় ম্যাচে রবিবার মুখোমুখি হবে মালদ্বীপের। শেষ চারে খেলতে হলে দ্বীপ দেশটির বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই। সে হিসেবে এই ম্যাচটি জামাল ভুইয়ার দলের কাছে এককথায় ফাইনাল ম্যাচ। এক ম্যাচ থেকে এখনো পয়েন্টের দেখা পায়নি বাংলাদেশ দল। সাফ চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত বাংলাদেশের খতিয়ান এমনই। বেঙ্গালুরুতে সেই ম্যাচ সামনে রেখেই চলছে বাংলাদেশের অনুশীলন। কোচ হাভিয়ের কাবরেরা বলেছেন, লেবানন ম্যাচ থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে ফুটবলারদের। কাবরেরার দাবি, লেবাননের কাছে হেরে বাংলাদেশের ফুটবলারদের কেউ হতাশ নয় বরং সবাই উজ্জীবিত। তার মতে, লেবাননের কাছে হারই মালদ্বীপের বিপক্ষে জয়ের সুযোগ এনে দিতে পারে। কাবরেরা বলেন, ‘আমাদের মানসিকতা এমন হওয়া উচিত যে আমরা মালদ্বীপের সঙ্গে জিতব। এটা ভাবলে হবে না যে এক পয়েন্ট হলেই বোধহয় যথেষ্ট। আমাদের জিততে হবে। লেবাননের সঙ্গে সবকিছু আমাদের পরিকল্পনামতোই এগিয়েছে। আমরা জানতাম, লেবানন হাইলাইন ডিফেন্স করবে আর আমরা প্রতি আক্রমণে যাব’।
কাবরেরা আরও বলেন, ’মাঠের অনুশীলনে এ দুটি বিষয় আমরা ভালোভাবে সামলেছি। এবং আমরা ১: ১ অবস্থায় মিস করেছি। হ্যাঁ, আমাদের উন্নতি করতে হবে এটা ঠিক। গতকালের ম্যাচকে আপনি নেতিবাচক-ইতিবাচক দুভাবেই নিতে পারেন। আমি ইতিবাচকভাবেই নিচ্ছি।’ সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে শক্তিশালী লেবাননের কাছে হেরে কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ। সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে মালদ্বীপের বিপক্ষে জয়ের বিকল্প নেই জামাল ভুইয়াদের। অধিনায়ক জামাল ভূঁইয়ার কাছে এই ম্যাচ এক রকম ’ফাইনাল’। লেবাননের বিপক্ষে ম্যাচ হারায় ডিফেন্ডার তারিক কাজী ও ইসা ফয়সালের ভুলকে দায়ী করছেন ফুটবলসংশ্লিষ্টরা। তবে ম্যাচের আগে অনুশীলনে দুজনেই বেশ ফুরফুরে মেজাজে ছিলেন। অনুশীলন শেষেও বারবার একই ভুলের কারণ জানতে চান সাংবাদিকরা। কিন্তু লেবানন ম্যাচ ভুলে এখন মালদ্বীপের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচেই সব মনোযোগ জামাল ভুইয়ার ও বাংলাদেশ দলের।
জয়ের কোন বিকল্প না দেখা দলের পরিকল্পনা সম্পর্কে অধিনায়খ জানিয়েছেন, ’মালদ্বীপের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব আমরা। লেবানন ম্যাচে আমরা ভালো করেছি; কিন্তু যেটা হয় সেই ইতিহাস আবারও ফিরে এসেছে। এখন যে অবস্থা আছে, তা ভুলে যেতে হবে। ফোকাস হলো মালদ্বীপ ম্যাচ। টুর্নামেন্টের আগে সবাই বলেছি এটা ফাইনাল ম্যাচ। এখন আমরা মালদ্বীপ ম্যাচে মনোযোগ রাখছি’। সতীর্থরা ভুল করলেও অভিযোগের আঙুল না তুলে উল্টো পাশে এসে দাড়িয়েছেন। এই দুঃসময়ে দলকে ঐক্যের সুঁতোয় বেঁধে রাখছেন অধিনায়ক। তিনি বলেন, ’ভাল খেলে লেবানন ম্যাচে আমরা বেশকিছু সুযোগ তৈরি করেছিলাম। শুধু যে ফরোয়ার্ডরা গোল করবে এমন না, সবাই গোল করতে পারে। এখানে স্ট্রাইকারের দোষ দিলে লাভ নেই। আমরা একসাথে হারব, এক সাথে জিতব’। জামালের সঙ্গে একমত দলের অন্যতম সিনিয়র ফুটবলার সোহেল রানা, ’এবারের আসরটি অনেক কারণেই আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে মালদ্বীপের বিপক্ষে আমাদের পয়েন্ট পেতেই হবে। আমরা কাউকে দোষারোপ বা দায়ী করছি না। সবাই আগের ম্যাচ ভুলে এখন সামনের জন্য প্রস্তুতি নিচ্ছি। জয় ছাড়া অন্যকিছু ভাবছিনা আমরা’।
প্রথম ম্যাচে র্যাংকিং এ একশরও বেশ উপরে থাকা লেবাননের বিপক্ষে চোখে চোখ রেখে লড়েছে বাংলাদেশ। যদিও শেষ দিকে এসে খেই হারাতে হয়েছে। নিজেদের ভুলে দুই গোল হজম করে পয়েন্ট হারাতে হয়েছে। এখন সাফ চ্যাম্পিয়নশিপে টিকে থাকতে হলে মালদ্বীপ ও ভুটান ম্যাচ থেকে পয়েন্ট নিতে হবে। স্প্যানিশ কোচ কাবরেরাও দলকে পূর্ণাঙ্গ সহযোগিতা করে চলেছেন। লেবানন ম্যাচে নিজেদের ভুলে গোল হজম করতে হয়েছে। এছাড়া সুযোগ পেয়েও এর আগে গোল করতে পারেনি বাংলাদেশ। এই ম্যাচে ফয়সাল আহমেদ ফাহিম গোলকিপারকে একা পেয়ে লক্ষ্যভেদ করতে পারেনি। সেই সুযোগ থেকে গোল হলে হয়তো বাংলাদেশ-লেবানন ম্যাচের চিত্রটা অন্যরকম হতে পারতো। এছাড়া সুমন রেজা সাধ্যমতো চেষ্টা করলেও গোলের দেখা পাননি। মালদ্বীপ ম্যাচটা বাংলাদেশের জন্য বাঁচামরার হতে যাচ্ছে। টিকে থাকতে হলে মালদ্বীপকে হারাতে হবে। বড় দলের বিপক্ষে একবার ভূল করেও জিততে পারে না বাংলাদেশ। লড়াই করার মানসিকতাই তাদের থাকে না। তবে মাঝেমধ্যে প্রতিপক্ষের বিপক্ষে চোখ রাঙানো পারফরম করতে দেখা যায় জামাল ভূঁইয়াদের। সাফ চ্যাম্পিয়নশিপে লেবাননের বিপক্ষেও এমনই একটি লড়াই দেখিয়েছেন তারা। তবে শেষদিকে স্নায়ূচাপ আর ধরে রাখতে পারেননি। দিকে নিজেদের ভুলে দুই গোল হজম করে পয়েন্ট হারাতে হয়েছে। প্রথম ম্যাচে গত বৃহস্পতিবার লেবাননের বিপক্ষে ৭৮ মিনিট পর্যন্ত প্রতিপক্ষকে সামলে চলছেন বাংলাদেশের ফুটবলাররা। ততক্ষণ পর্যন্ত খেলার ফলাফল ছিল গোলশূন্য ড্র। তবে ৭৯ মিনিটে গোল পেয়ে যায় মধ্যপ্রাচ্যের দেশটি। জয়ের লক্ষ্যে থাকা বাংলাদেশ দল মালদ্বীপের বিপক্ষে কি পারফরম্যান্স করে সেটাই দেখার বিষয়।
দেশকণ্ঠ/আসো