ক্রিকেট চলছে আফগানিস্তানের বিরুদ্ধে। তালিবান সরকারের আটে সাটো কঠোরতা মাথায় নিয়ে ওরা ধীরে অতি ধীরে পায়ের মাটি শক্ত করে ফেলেছে। আমরা সেই পাকিস্তান আমলেই ক্রিকেট স্টেডিয়াম তৈরি করেছিলাম যেটা বর্তমান ঢাকা স্টেডিয়াম। ক্রিকেট এখন আমাদের সব থেকে জনপ্রিয় খেলা ।
এরই মধ্যে আফগানদের সাথে তিনটা ওয়ান ডে খেলার ২টি হেরে ফেলেছি। কোথায় জিতার অদ্যম ইচ্ছায় একতাবদ্ধ হয়ে ঝাপাব; তা না করে দলীয় অধিনায়ক তামিম ইকবাল সিরিজের মধ্যেই অবসর ঘোষণা দিয়ে বসলেন। তার গোস্যা কার উপর, কেন- এ সব না জানিয়ে সংবাদ সম্মেলন করে জানিয়ে দিলেন অ-ব-স-র। তামিমের কোমড় ব্যথা ছিল, ছিলেন না পুরোপুরি ফিট; তাই কোচ হাতুরে সিং সভাপতি নাজমুল সাহেবের সাথে কথা বলেই তামিমকে ফিট হয়ে খেলার পরামর্শ দেন। সেই কারণেই অবসর।
মাশরাফি বিন মুর্তজা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছের তিনি বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানোর পর সমস্যা মিটে যায়। তামিম আনফিট, ফিট হয়ে তিনমাস পর এশিয়া কাপ আর বিশ্বকাপ খেলবেন। তার অর্থ তামিম এই সিরিজে নাই, মাশরাফি আর তামিম ‘তুই’ বলে কথা বলে আর মাশরাফির উপরই প্রধানমন্ত্রী ক্রিকেট বিষয়টা দিয়ে রেখেছেন। তিনি তামিমকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করান, উইড্র হলো অবসর এবং তিন মাস পর ফিরবেন আন্তর্জাতিক খেলাতেই। বর্তমানে যিনি খেলছেন না তাতে সর্বোচ্চ মহলকে ‘ওয়েটিংমুভ’ করার সময় দিতে পারতেন মাশরাফি সাহেব। তামিম তো এখন খেলবেন না; তবে তারে নিয়ে এই ধুম ধারাক্কা দলের উপর আছর ফেলবেই । তার প্রমাণ দুই ম্যাচেই পাওয়া গেছে।
অবসর নিয়ে ক্রিকেটে ববি সিম্পসন, ইমরান খান, জাভেদ মিয়াদাদ, কার্ল হুপার, গ্রীনিচ ফ্লাওয়ার, কেভিন পিটারসন, শহীদ আফ্রিদি আবার ক্রিকেটে ফিরে এসেছেন, নবতম সংযোজন আমাদের তামিম ইকবাল। খেলা একটা শিল্প । খেলোয়াড় শিল্পী। কবি নজরুল বলে ছিলেন,
‘কবি ও শিল্পী হওয়া এই দেশে দুর্ভাগ্যের কথা
বেনে মাড়োয়ারি-ভুক্ত এ দেশে বাচে না মাধবীলতা।’
খেলোয়াড়রা তাই প্রতিটা কদমে হাজার রকম সমস্যা সমঝে চলতে হয়। ক্রিকেট এখন টাকা রোজগারের অন্যতম ইনডাস্ট্রি। তাই আলোচনাও বেশী। এ রকম কর্তা আর খেলোয়াড় দ্বন্দ্ব সব খেলাতেই বিদ্যমান। তবে ঐ সব টাকাবিহীন দুর্বল খেলার খবরদারির সাংবাদিকরাও এড়িয়ে চলে।
একটু পেছনে ফিরে যেতে চাই। এশিয়া কাপ হকিতে আমার নেতৃত্বে বাংলাদেশ আশার বাইরে ফলাফল করে, বিদেশী পত্রিকাতে এশিয়ার উঠতি হকি শক্তি হিসাবে চিহ্নিত করে বাংলাদেশকে। আমাকে নিয়ে পত্রিকাতে নিত্য আলোচনা। দক্ষিণ কোরিয়ার এশিয়ান গেমসে আমি অধিনায়ক, দল রওনা হবার কিছু দিন আগে আমাকে আর্মি থেকে জানাল হলো আর্মি কোর্সে যেতে হবে। এ কোর্স প্রতি বছরই হয়। এবার না করলে পরের কোর্স করা যায়। শেখ শহীদ ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি ডেকে বললেন তুমি পরের কোর্সে যাবে, আমি আর্মিতে কথা বলছি। আমি বললাম, না, সিনিয়র ক্ষেপিয়ে কোরিয়া যাবনা। যে দলকে বলা হয়েছিল এশিয়ার উঠতি শক্তি তারা কোরিয়াতে নয় দলের মধ্যে নবম হয়েছিল। একটা কথা আছে, এক দল ভেড়া একটা সিংহের কমান্ডে জয়ী হবেই আর এক দল সিংহ একটা ভেড়ার অধীনে দিক ভ্রান্ত হবেই, এটা কেই বলে ক্যাপ্টেন্সি। এই ক্যাপ্টেন নিয়ে যে তাক ডুমাদুম আমাদের ক্রিকেটে শুরু হয়েছে তার ভবিষ্যত সুখের হবে না।
তামিম ইনজুরড, তিনি চুপচাপ থেকে খেলার জন্য প্রস্তুত হতে পারতেন, তানা করে যে ‘সিন’ তৈরি করলেন তা অবাক করার। দলেরই একজন তামিম, উপরের সাথে যোগাযোগ থাকাতে তার কার্যকলাপ অনেকরেই পীড়া দিয়েছে।
প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে ডার্কওয়ার্থ পদ্ধতিতে ১৭রানে বাংলাদেশ হেরেছিল। আর দ্বিতীয় ওয়ান ডে হারালো ১৪২ রানে। রইলো বাকি হোয়াইটওয়াশের লজ্জা কাটানোর। তালিবানরা আফগানিস্তানের দায়িত্ব নেবার পর কঠোরতার কারণে ক্রিকেটের পারফরমেন্সে প্রভাব পরবে যারা মনে করেছিল, তারা যে ভুল আফগানরা চোখে আংগুল দিয়ে দেখিয়ে দিল। তামিম তার কর্মকান্ডে ক্রিকেট ক্ষতিগ্রস্থ হয়েছে।
‘তুমি শুয়ে রবে দোতালার পর, আমরা রহিব নীচে
অথচ তোমাকে দেবতা বলিব , সে-ভরসা আজ মিছে।’
তামিমের এটা ভাবা উচিত।
লেখক : সাবেক অধিনায়ক জাতীয় ও সেনাবাহিনী হকিদল এবং জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত।
এডিট/আসো