• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
    ৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ২১:১৩
মেজর অব. চাকলাদার

ক্রিকেট : মাঠে নরম বাইরে গরম

ক্রিকেট চলছে আফগানিস্তানের বিরুদ্ধে। তালিবান সরকারের আটে সাটো কঠোরতা মাথায় নিয়ে ওরা ধীরে অতি ধীরে পায়ের মাটি শক্ত করে ফেলেছে। আমরা সেই পাকিস্তান আমলেই ক্রিকেট স্টেডিয়াম তৈরি করেছিলাম যেটা বর্তমান ঢাকা স্টেডিয়াম। ক্রিকেট এখন আমাদের সব থেকে জনপ্রিয় খেলা । 
 
এরই মধ্যে আফগানদের সাথে তিনটা ওয়ান ডে খেলার ২টি হেরে ফেলেছি। কোথায় জিতার অদ্যম ইচ্ছায় একতাবদ্ধ হয়ে ঝাপাব; তা না করে দলীয় অধিনায়ক তামিম ইকবাল সিরিজের মধ্যেই অবসর ঘোষণা দিয়ে বসলেন। তার গোস্যা কার উপর, কেন- এ সব না জানিয়ে সংবাদ সম্মেলন করে জানিয়ে দিলেন অ-ব-স-র।  তামিমের কোমড় ব্যথা ছিল, ছিলেন না পুরোপুরি ফিট; তাই কোচ হাতুরে  সিং সভাপতি নাজমুল সাহেবের সাথে কথা বলেই তামিমকে ফিট হয়ে খেলার পরামর্শ দেন। সেই কারণেই অবসর। 
 
মাশরাফি বিন মুর্তজা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছের তিনি বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানোর পর সমস্যা মিটে যায়। তামিম আনফিট, ফিট হয়ে তিনমাস পর এশিয়া কাপ আর বিশ্বকাপ খেলবেন। তার অর্থ তামিম এই সিরিজে নাই, মাশরাফি আর তামিম ‘তুই’ বলে কথা বলে আর মাশরাফির উপরই  প্রধানমন্ত্রী ক্রিকেট বিষয়টা দিয়ে রেখেছেন। তিনি তামিমকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করান, উইড্র হলো অবসর এবং তিন মাস পর ফিরবেন আন্তর্জাতিক খেলাতেই। বর্তমানে যিনি খেলছেন না তাতে সর্বোচ্চ মহলকে ‘ওয়েটিংমুভ’ করার সময় দিতে পারতেন  মাশরাফি সাহেব। তামিম তো এখন খেলবেন না; তবে তারে নিয়ে এই ধুম ধারাক্কা দলের উপর আছর ফেলবেই । তার প্রমাণ দুই ম্যাচেই পাওয়া গেছে।
 
অবসর নিয়ে ক্রিকেটে ববি সিম্পসন, ইমরান খান, জাভেদ মিয়াদাদ, কার্ল হুপার, গ্রীনিচ ফ্লাওয়ার, কেভিন পিটারসন, শহীদ আফ্রিদি  আবার ক্রিকেটে ফিরে এসেছেন, নবতম সংযোজন আমাদের তামিম ইকবাল। খেলা একটা শিল্প । খেলোয়াড় শিল্পী। কবি নজরুল বলে ছিলেন,
‘কবি ও শিল্পী হওয়া এই দেশে দুর্ভাগ্যের কথা
বেনে মাড়োয়ারি-ভুক্ত এ দেশে বাচে না মাধবীলতা।’
 
খেলোয়াড়রা তাই প্রতিটা কদমে হাজার রকম সমস্যা সমঝে চলতে হয়। ক্রিকেট এখন টাকা রোজগারের অন্যতম ইনডাস্ট্রি। তাই আলোচনাও বেশী। এ রকম কর্তা আর খেলোয়াড় দ্বন্দ্ব সব খেলাতেই বিদ্যমান। তবে ঐ সব টাকাবিহীন দুর্বল খেলার খবরদারির সাংবাদিকরাও এড়িয়ে চলে। 
 
একটু পেছনে ফিরে যেতে চাই। এশিয়া কাপ হকিতে আমার নেতৃত্বে বাংলাদেশ আশার বাইরে ফলাফল করে, বিদেশী পত্রিকাতে এশিয়ার উঠতি হকি শক্তি হিসাবে চিহ্নিত করে বাংলাদেশকে। আমাকে নিয়ে পত্রিকাতে নিত্য আলোচনা। দক্ষিণ কোরিয়ার এশিয়ান গেমসে আমি অধিনায়ক, দল রওনা হবার কিছু দিন আগে আমাকে আর্মি থেকে জানাল হলো আর্মি কোর্সে যেতে হবে। এ কোর্স প্রতি বছরই হয়। এবার না করলে পরের কোর্স করা যায়। শেখ শহীদ ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী  তিনি ডেকে বললেন  তুমি পরের কোর্সে যাবে, আমি আর্মিতে কথা বলছি। আমি বললাম, না, সিনিয়র ক্ষেপিয়ে কোরিয়া যাবনা। যে দলকে বলা হয়েছিল এশিয়ার উঠতি শক্তি তারা কোরিয়াতে নয় দলের মধ্যে নবম হয়েছিল। একটা কথা আছে, এক দল ভেড়া একটা সিংহের কমান্ডে জয়ী হবেই আর এক দল সিংহ একটা ভেড়ার অধীনে দিক ভ্রান্ত হবেই, এটা কেই বলে ক্যাপ্টেন্সি। এই ক্যাপ্টেন নিয়ে যে তাক ডুমাদুম আমাদের ক্রিকেটে শুরু হয়েছে তার ভবিষ্যত সুখের হবে না।
 
তামিম ইনজুরড, তিনি চুপচাপ থেকে খেলার জন্য প্রস্তুত হতে পারতেন, তানা করে যে ‘সিন’ তৈরি করলেন তা অবাক করার। দলেরই একজন তামিম, উপরের সাথে যোগাযোগ থাকাতে তার কার্যকলাপ অনেকরেই পীড়া দিয়েছে।
 
প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে ডার্কওয়ার্থ পদ্ধতিতে ১৭রানে বাংলাদেশ হেরেছিল। আর দ্বিতীয় ওয়ান ডে হারালো ১৪২  রানে। রইলো বাকি হোয়াইটওয়াশের লজ্জা কাটানোর। তালিবানরা আফগানিস্তানের দায়িত্ব নেবার পর কঠোরতার কারণে ক্রিকেটের পারফরমেন্সে প্রভাব পরবে যারা মনে করেছিল, তারা যে ভুল আফগানরা চোখে আংগুল দিয়ে দেখিয়ে দিল। তামিম তার কর্মকান্ডে ক্রিকেট ক্ষতিগ্রস্থ হয়েছে।
‘তুমি শুয়ে রবে দোতালার পর, আমরা রহিব নীচে 
অথচ তোমাকে দেবতা বলিব , সে-ভরসা আজ মিছে।’
তামিমের এটা ভাবা উচিত।
লেখক : সাবেক অধিনায়ক জাতীয় ও সেনাবাহিনী হকিদল এবং জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত।
এডিট/আসো
 
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।