পথরেখা অনলাইন : ‘কৃষি সমৃদ্ধি’ স্লোগনকে সামনে রেখে সাত দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ জুলাই) থেকে এই মেলা ২১ জুলাই পর্যন্ত চলবে। কিশোরগেঞ্জের হোসেপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় এই মেলা অনুষ্ঠিত হবে। শনিবার (১৫ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের সুযোগ্য কন্যা (কিশোরগঞ্জ-১) আসনের মাননীয় সাংসদ সৈয়দা জাকিয়া নূর লিপি।
প্রধান অতিথি হিসেবে হোসেনপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ করেন। এমপি সৈয়দা জাকিয়া নূর লিপি বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাড়ির আঙিনা, ছাদ, সড়ক, অফিস-আদালতের যেখানে পরিত্যক্ত জায়গা আছে সেখানেই গাছ লাগাতে হবে। বনজ, ফলজ ও ভেষজ এই তিন ধরনের গাছ লাগান। তাহলে আমরা দেশ ও পরিবেশ রক্ষা করতে পারব। পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই।
পথরেখা/অআ