পথরেখা অনলাইন : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে চারটি ফার্মেসির মালিককে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে গোয়ালন্দ পৌর জামতলা বাজার ও দৌলতদিয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা শাখার সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিয়মিত বাজার মনিটরিং-এর অংশ হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এ কার্যক্রম পরিচালনাকালে গোয়ালন্দ উপজেলার জামতলা বাজার ও দৌলতদিয়া বাজার এলাকায় বিভিন্ন নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকান, ফার্মেসি ও ওষুধ সামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠানসহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে জামতলার মান্নান মাস্টার ফার্মেসিকে ৫ হাজার টাকা, মণ্ডল ফার্মেসিকে ২ হাজার টাকা, দৌলতদিয়ার সজিব ড্রাগ হাউসকে ২ হাজার টাকা ও পল্লীবন্ধু ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা শাখার সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করার অপরাধে গোয়ালন্দ উপজেলার চারটি ফার্মেসিকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
পথরেখা/অআ