• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
    ৬ আশ্বিন ১৪৩১
    ঢাকা সময়: ০৯:৪১

মেসি ম্যাজিকে আটলান্টাকে উড়িয়ে দিলো মায়ামি

পথরেখা অনলাইন : আমেরিকান মেজর লিগ (এমএলএস) সকারে সেই দলটি টানা দ্বিতীয় জয় পেল। তাও আবার লিগের ইতিহাসে অন্যতম বড় তারকা লিওনেল মেসির জোড়া গোলে। আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে মেসিদের জয়টাও এসেছে বেশ বড়সড়। ক্লাবটির হয়ে এদিন প্রথমবারের মতো অধিনায়কের আর্মব্যান্ড পরে তিনি সামনে থেকেই জয়ের নেতৃত্ব দিয়েছেন। ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে লিগ কাপের দ্বিতীয় ম্যাচে আজ (২৬ জুলাই) মাঠে নেমেছিল জেরার্দো মার্টিনোর শিষ্যরা। শুরুতেই প্রায় পিছিয়ে গিয়েছিলেন মেসিরা। কিন্তু অফসাইডের সিদ্ধান্তে সেই গোলটি বাতিল হয়ে যায়। এরপর যা হয়েছে তা কেবলই মেসিদের বিজয়গাঁথা। মেসি ছাড়াও ম্যাচে জোড়া গোল করেছেন রবার্ট টেইলর। ক্রুস আজুলের বিপক্ষে আর্জেন্টাইন অধিনায়কের অভিষেক ম্যাচেও টেইলর গোল পেয়েছিলেন। শুরুতে গোল না পাওয়ার হতাশা ছাপিয়ে সপ্তম মিনিটে আবারও আটলান্টার আক্রমণ। মায়ামি গোলকিপারের হাত ছুঁয়ে বল আঘাত করে গোলবারে, ফলে সেই যাত্রায়ও তারা বেঁচে যায়। তবে সেখানেই যে ছিলেন মেসির দীর্ঘদিনের বার্সেলোনা সতীর্থ সার্জিও বুসকেটস। দারুণ ক্রসিংয়ে তার বাড়ানো বলে প্রতি আক্রমণে ওঠেন মেসি। এরপর গোলরক্ষককে ফাঁকি দিয়ে তিনি গোলবারে বল পাঠান। কিন্তু বারে লেগে সেটি ফিরে আসলে প্রতিপক্ষের দুই ফুটবলারের মাঝে ঢুকে দ্বিতীয় চেষ্টায় বল জালে জড়িয়ে দেন এই মায়ামি অধিনায়ক। এ নিয়ে মেসি শততম ভিন্ন ক্লাবের বিপক্ষে গোল করলেন। 
 
২২তম মিনিটে দ্বিগুণ লিড পেয়ে যায় মায়ামি। এবারও সফল লক্ষ্যভেদ মেসির। এটি কেবল গোলই নয়, সতীর্থ রবার্ট টেইলরের সঙ্গে তার দারুণ বোঝাপড়ার মিশ্রন। বক্সে ঢোকার আগে তিনি পাস দেন টেইলরকে, এরপর বক্সে কয়েকজন আটলান্টা ফুটবলারের মাঝে ফাঁকা জায়গা খুঁজে নিয়ে বল বাড়ান মেসিকে। ওয়ান টাচেই সেটিকে তিনি গোলে পরিণত করেছেন। প্রথমার্ধের বিরতির আগেই মায়ামি তৃতীয় গোল পেয়ে যায়। এবার আগের গোলের সহায়তাকারী টেইলর নাম তুললেন স্কোরশিটে। ৪৪তম মিনিটে সতীর্থের বাড়ানো পাসে তিনি কোনাকুনি জোরালে শট আটলান্টার জাল কাঁপিয়ে দেন। ৩-০ ব্যবধান নিয়ে দু'দল বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে নেমেও গোলের জন্য আর অপেক্ষা করতে হয়নি মায়ামিকে। এবার মেসির অ্যাসিস্ট, নিজেদের বক্সে প্রতিপক্ষ খেলোয়াড়ের ভুল পাসে বল মেসি বল পেয়ে যান। মাঝমাঠ থেকে বল নিয়ে দৌড়ে এসে বক্সে ঢোকার আগে তিনি পাস দেন টেইলরকে। ৫৩ মিনিটে ফিনিশীয় ফুটবলার বাঁ পায়ের শটে ৪-০ করেন। ৭৮তম মিনিটে মেসিকে উঠিয়ে নেন কোচ মার্টিনো। এ সময় দাঁড়িয়ে তাকে অভিবাদন জানায় সমর্থকরা। তারও ছয় মিনিট আগে মেসির সাবেক বার্সা সতীর্থ বুসকেটসকেও তুলে নেওয়া হয়। এরপর বেঞ্চে বসেই অটোগ্রাফ দিয়ে এমন রঙিন রাতের ইতি টেনেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক। তবে মাঠ ছাড়ার আগে বিশ্বকাপ জেতা স্বদেশি সতীর্থ ও আটলান্টা ফুটবলার থিয়াগো আলমাদার সঙ্গে তিনি জার্সি বিনিময় করেন।
 
শেষ দিকে আটলান্টার হয়ে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিলেন আলমাদা। ৮৬তম মিনিটে পেনাল্টি পেলেও স্পট কিকে ব্যর্থ হয়েছেন এই আর্জেন্টাইন। তিনি বলটি মায়ামি গোলরক্ষকের হাতে মেরে বসেন। ফলে বড় ব্যবধানে হার মাঠ ছাড়তে হয় আটলান্টাকে। টানা দ্বিতীয় জয়ে মায়ামি নকআউট রাউন্ড-১৬ এ ওঠে গেল। যদিও সেখানে এখনও তাদের প্রতিপক্ষ নির্ধারিত হয়নি। আগামী আগস্টের প্রথম সপ্তাহে নকআউট পর্ব শুরু হবে।
পথরেখা/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।