পথরেখা অনলাইন : বহুদিন পর রাজধানী ঢাকায় পাল্টাপাল্টি কর্মসূচি করতে যাচ্ছে বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। এ অবস্থায় সহিংসতা ও বিশৃঙ্খলা এড়াতে ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে আজ শুক্রবার দুপুরে এসব কর্মসূচির সময় নির্ধারণ করা থাকলেও এখন পর্যন্ত রাজধানীর অন্যতম প্রবেশপথ যাত্রাবাড়ীতে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নিরাপত্তা দেখা যায়নি।
শুক্রবার (২৮ জুলাই) সকাল ৮টায় যাত্রাবাড়ী মোড়ে সরেজমিনে দেখা যায়, বাসসহ বিভিন্ন গণপরিবহন স্বাভাবিকভাবে চলাচল করছে। যাত্রীরা ওঠা-নামা করছেন। অন্যান্য দিনের মতো রাস্তায় দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এছাড়া বাড়তি কোনো নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়েনি। যাত্রাবাড়ী মোড়ে ব্যবসায়ী আমিনুরের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ আছে শুনেছি। তাতে আমাদের কী? আমরা সাধারণ মানুষ। কর্ম করেই খেতে হবে। হাছান নামের একজন নির্মাণশ্রমিক বলেন, আমি প্রতিদিন এ রাস্তা হয়ে কাজে যাই। এখানে অন্যান্য দিনের মতো যেমন অবস্থা দেখি, আজকেও তেমনটা দেখছি।
পথরেখা/অআ