পথরেখা অনলাইন : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘আমরা একটি সুন্দর নির্বাচন দেখতে চাই। ভোটাররা নির্বিঘেœ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। এইটা আমাদের ঘোষণা, এইটা বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি। কোনো শত্রু আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। বাংলাদেশের সত্তর ভাগ মানুষ শেখ হাসিনাকে বিশ্বাস করে। সকল দেশের শত্রুরা বাংলাদেশকে পাকিস্তান বানাতে ষড়যন্ত্রে লিপ্ত। তাদের ষড়যন্ত্র এখনও বন্ধ হয় নাই।’ ৩১ জুলাই সন্ধ্যায় খানপুর এলাকায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের হারানোর বা টলানোর শক্তি কারও নেই। বিএনপি-জামাত তো দূরের কথা। আমরা তখনই দুর্বল হই যখন ষড়যন্ত্রকারীদের আমরা প্রশ্রয় দেই। তারা যখনই সুযোগ পায় তখনই আঘাত হানে।’ তিনি বলেন, যারা ধর্মকে ব্যবহার করে ফায়দা লুটতে চায় তারা সন্ত্রাসী হিসেবে বারবার প্রমাণিত হয়েছে। বাংলাদেশে সন্ত্রাসীদের রাজনীতি করার অধিকার নেই। নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নেবো। কারণ যাতে ওই জামাতি, বিএনপির দোসররা বাংলাদেশে হত্যার রাজনীতি, খুনের রাজনীতি কায়েম করতে চায়। বাঙালির ইতিহাস সম্প্রীতির ইতিহাস, ঐক্যের ইতিহাস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, সহ-সভাপতি আব্দুল কাদির, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু প্রমুখ।