পথরেখা অনলানইন : অনুমোদন পাওয়ার আগেই অফিস করছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইসলামী ইনস্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের প্রস্তাবিত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) আব্দুল খালেক মিয়া। অবৈধ উপায়ে করছেন বিমা ব্যবসাও। তিনি দায়িত্ব পালনের শুরু থেকেই কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে খারাপ আচরণ করছেন, এমনকি কর্মকর্তাদের চাকরি থেকে ছাঁটাইয়ের হুমকিও দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
এসব অভিযোগের কথা উল্লেখ করে গত ১৭ জুলাই চিঠি পাঠানো হয় বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যানের কাছে। চিঠিতে বার্তা প্রেরকের নামের জায়গায় ‘ইসলামী ইনস্যুরেন্স বাংলাদেশ’ উল্লেখ ছিল। প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে কর্মরত একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কোম্পানিতে এখন যা হচ্ছে তা কোনোভাবেই কাম্য নয়। পরিচালনা পর্ষদে তার নাম সিইও হিসেবে প্রস্তাব করা হয়েছে। কিন্তু আইডিআরএ এখনো তাকে অনুমোদন দেয়নি। তারপরও তিনি অফিস করছেন। নিয়োগের অনুমোদন পাওয়ার আগেই যে খারাপ আচরণ শুরু করেছেন, নিয়োগ পেলে তা কয়েকগুণ বাড়িয়ে দেবেন।
পথরেখা/অআ