• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
    ৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ২০:৩৪

সাত পাঁকে এখনো বাধা হাথুরুসিংহের

পথরেখা অনলাইন : জাতীয় দলে সাত নাম্বার পজিশন নিয়ে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। এখানে একেকবার একেকজনকে নিয়ে চিন্তা করা হয়েছে। আপাত দৃষ্টিতে তার কোন সমাধান এসেছে কিনা সেটা বলা যায়নি। আরও ছোট করে বললে বলতে হবে, এই পজিশনের সমাধান কি করতে পেয়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। যে মাহমুদউল্লাহ রিয়াদকে এশিয়া কাপের দল থেকে বাদ দেওয়া হয়েছে, তাকে নিয়ে সাত নাম্বারের চিন্তা করা হয়েছিল। এছাড়া আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শামীম হোসেন পাটোয়ারীদের ভাবনায় আনা হয়েছিল। এই সময়ে চার শ্রীলঙ্কানের যেন পুনর্মিলনী হয়ে গেল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মাঝ উইকেটে। গামিনি ডি সিলভা, চন্ডিকা হাথুরুসিংহে, হাসান তিলকারত্নের সঙ্গে চায়িক হাথুরুসিংহে। শেষ নামটি অপরিচিত ঠেকলেও ‘হাথুরুসিংহে’ পদবি দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে তিনি কে। হাথুরু এবার এসেছেন তাঁর ছেলেকে নিয়ে। ছেলেকে সঙ্গে নিয়েই মাঠে এসেছিলেন তিনি। মাঠে চায়িকের হাতে ল্যাপটপ দেখা গেল। হাথুরু-পুত্র ঢাকায় ঘুরতে এলেও তাঁর বাবার এখন ভাবনাজুড়ে এশিয়া কাপ ও বিশ্বকাপ। বড় দুটি টুর্নামেন্টের আগে দলের এক-দুটি পজিশন ছাড়া বাকিগুলো অনেকটাই নিশ্চিত।

সবচেয়ে বেশি আলোচনায় থাকা ৭ নম্বর পজিশন বা ফিনিশারের ভূমিকার প্রার্থীও কমিয়ে এনেছেন নির্বাচকেরা। জাতীয় দলের স্কিল ক্যাম্পে থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী রাব্বি ও নুরুল হাসান সোহান। ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, সৌম্য সরকার ও শামীম পাটোয়ারি। এঁদের থেকেই আফিফ ও শামীমকে রাখা হয়েছে ১৭ জনের দলে। কাউকে আবার রিজার্ভ বেঞ্চেও রাখার সম্ভাবনা থাকলেও সেটি করা হয়নি। আগের দিন ঢাকায় ফিরে পরদিনই মিরপুরে এলেন হাথুরুসিংহে। মাঠে এসে প্রথম বৈঠক করলেন নির্বাচকদের সঙ্গে। ততক্ষণে আগের দিনের মতো রঙ্গনা হেরাথের স্পট বোলিং ঝালিয়ে নিচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ-তাইজুল ইসলামরা। তবে এই ক্লাসে যোগ দিলেন মাহমুদউল্লাহ। কয়েক বছর ধরে এই অলরাউন্ডারকে বোলিংয়ে আগের মতো অবদান রাখতে দেখা যায় না। বিসিবির মেডিকেল বিভাগে শারীরিক পরীক্ষা ও ফিটনেস পরীক্ষায় ভালো স্কোর নিয়েই উতরে গেছেন সাবেক অধিনায়ক। ব্যাটিং-ফিল্ডিংয়ের অনুশীলনের পাশাপাশি বোলিংয়ে নজর দিয়েছেন তিনি। বোলিং করেছেন বেশ কিছুক্ষণ।

কিন্তু বড় টুর্নামেন্টে তাঁর বোলিংয়ের ভূমিকাও যেকোনো মুহূর্তে প্রয়োজন হতে পারে দলের। তাইজুল-মাহমুদউল্লাহদের পর তিন বাঁহাতি অলরাউন্ডার-আফিফ, সৌম্য ও শামীমকে নিয়ে কাজ করেন হেরাথ। দুই স্পিনারের সঙ্গে সৌম্য ছিলেন পেসার। যদিও পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ফিরেছেন। তবু হেরাথের কাছ থেকে স্লোয়ার, সুইং ও স্পট বোলিংয়ের দীক্ষা নেন সৌম্য। সাত নম্বর পজিশনের জন্য তাঁকেও প্রস্তুত করা হয়েছে। নির্বাচকদের সঙ্গে মিটিং শেষে মাঠের মাঝ দিয়ে হাথুরু চলে গেলেন ইনডোরে। বোলিং অনুশীলন শেষে আফিফ-শামীমরাও চলে গেলেন হাথুরুর ক্লাসে। সেখানে সাত থেকে লোয়ার অর্ডার ব্যাটারদের পরীক্ষা নিলেন এ শ্রীলঙ্কান কোচ। এদিকে বাংলাদেশকে যে কৌশলে তৈরি করছেন হাথুরু, সেই চেষ্টাই করে যাচ্ছেন তিনি। বৃষ্টির কারণে রুদ্ধদ্বার অনুশীলন ঠিকঠাক করা যাচ্ছেনা। রবিবারের পর সোমবারও বৃষ্টি বাগড়া দিয়েছে। তবে মনোবিদ ডক্টর ফিল জন্সির সঙ্গে ক্রিকেটারদের সেশনটা হলো বেশ। সেই সেশনে মিরাজ, শান্ত, মোস্তাফিজ, শামীদের সঙ্গে আলাপ-আলোচনা করছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এশিয়া কাপ সামনে রেখে বাংলাদেশ দলের প্রথম চার দিনের অনুশীলন সেশনে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার সীমিত রাখছে বিসিবি।

এ নিয়ে অবশ্য বেশ আলোচনাও হচ্ছে। অবশ্য বিসিবির এ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার সুযোগ কম। ফুটবলে এ রীতি চালু আগে থেকেই। ক্রিকেটেও এখন অনেক দেশ চালু করেছে। চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশে আসার পর বিসিবিও করছে। বিসিবি জানিয়েছে, কবে কোন অনুশীলন সেশন করবে বাংলাদেশ দল। ১৩ ও ১৪ আগস্ট বেলা আড়াইটা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ৬ ঘণ্টার সেশন রাখা হয়েছিল। অনুশীলন পুরোপুরি না হওয়ায় বিসিবির বোর্ড রুমে মনোবিদ ড. ফিল জন্সির সুযোগ হয়েছে বেশ সময় নিয়ে তাঁর সেশন পরিচালনা করতে। ধীরে ধীরে অনুশীলনের ব্যাপ্তি কমে আসবে তাসকিন-মিরাজদের। অনুশীলন সূচিতে ১-২ দিনের বিরতিও রাখা হয়েছে। যেন বড় টুর্নামেন্টের আগে ক্লান্তি কিংবা শরীরে অতিরিক্ত চাপ না পড়ে। এশিয়া কাপে কোন কৌশলে বাংলাদেশ দলকে তৈরি করতে চান হাথুরু, সেটির একটি ধারণা মিলেছিল গত ২৪ জুন তাঁর সাক্ষাৎকার নেওয়ার সময়। বাংলাদেশ কোচ সংবাদ মাধ্যমকে বলেছিলেন, ‘আমরা যখন অনুশীলন করি, সাধারণত অনুশীলন সেশনের তীব্রতা কেমন থাকে? শুরুতে বোলারদের বোলিং, ফিল্ডিং, ফিটনেসের ভলিউম একটু বেশি থাকে। যখন ম্যাচের কাছাকাছি আমরা এসে যাই, তখন এই ভলিউম কমিয়ে দিই, ইনটেনসিটি বেশি থাকে। ম্যাচের আগে অনেক বেশি অনুশীলন করি না, বড় সেশনে অনুশীলন করি না’।

হাথুরু যেটি বলেছেন, সেটি বিসিবির দেওয়া সূচিতেও পরিষ্কার। শুরুর দুটি সেশন ছয় ঘণ্টার। পরের দুটি চার ঘণ্টা। শেষের পাঁচ সেশন তিন ঘণ্টার। এশিয়া কাপ যত কাছাকাছি আসবে, বাংলাদেশের অনুশীলনের ব্যাপ্তিও কমে আসবে। প্রথম চার দিনের অনুশীলনের ‘ভলিউম’ যে বড়, সেটিও সূচিতে পরিষ্কার। এ সময় তিনটি স্কিল অর্থাৎ ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের সঙ্গে থাকবে ফিটনেস ট্রেনিং। এই সেশনগুলোয় হাথুরু কাজ করবেন একেবারে সূক্ষ্ম কৌশলগত বিষয় নিয়ে। ভালো প্রস্তুতি সারতেই এ সময়ে সংবাদমাধ্যমের প্রবেশাধিকারে ‘নিষেধাজ্ঞা’। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট চায় না, তাদের প্রস্তুতি কিংবা কৌশল সংবাদমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে চাউর হোক। বাংলাদেশও ভাল প্রস্তুতি নিয়ে এশিয়া সেরা আসরে খেলতে চায়।
পথরেখা/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।