পথরেখা অনলাইলাইন : পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত। দেশটির কর্তৃপক্ষ বলছে, শুল্ক আরোপের এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে। ভারতের পেঁয়াজের ওপর আরোপিত নতুন এই শুল্ক চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। শনিবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। ভারতের বার্ষিক খুচরা মূল্যস্ফীতি গত ১৫ মাসের সর্বোচ্চ ৭ দশমিক ৪৪ শতাংশে পৌঁছেছে; যা তার আগের মাসের ৪ দশমিক ৮৭ শতাংশের তুলনায় বেশি। অন্যদিকে, দেশটিতে খাদ্য মূল্যস্ফীতি সামগ্রিক ভোক্তা মূল্যের প্রায় অর্ধেক ১১ দশমিক ৫১ শতাংশে পৌঁছেছে। দেশটিতে খুচরা খাদ্য মূল্যস্ফীতি ২০২০ সালের জানুয়ারির পর চলতি বছর সর্বোচ্চ ছুঁয়েছে।
দেশটির সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে ব্যবসায়ীদের বরাত দিয়ে বলা হয়েছে, আগামী সেপ্টেম্বর মাসে পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ বেড়ে প্রতি কেজি ৫৫ থেকে ৬০ রুপি হতে পারে। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘দেশের বাজারে সরবরাহ বৃৃদ্ধির লক্ষ্যে সরকার পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, ভারতে টমেটো, পেঁয়াজ, মটরশুটি, বেগুন, রসুন ও আদাসহ রান্নাঘরে সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু সবজির দাম গত কয়েক মাসে দ্বিগুণেরও বেশি বেড়েছে। দেশটির ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘসময় ধরে অত্যধিক গরম থাকায় পেঁয়াজের মান নষ্ট হয়ে গেছে। যে কারণে বাজারে ভালো মানের পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। এদিকে, গত এক শতাব্দীরও বেশি সময় পর ভারত সবচেয়ে শুষ্কতম আগস্টের মুখোমুখি হয়েছে। এল নিনোর ধাঁচের আবহাওয়ার কারণে ভারতে অল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে দেশটির শুক্রবার আবহাওয়া বিভাগের দুই কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন।
পথরেখা/অআ