পথরেখা অনলাইন : সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা ও ভাঙচুর করার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। সোমবার (২১ আগস্ট) বিকেলে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র হাসপাতালে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর কর্মবিরতির ডাক দেন ইন্টার্ন চিকিৎসকরা। মেডিকেল সূত্রে জানা যায়, সোমবার বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৬ তলার ৩৫ নং মেডিসিন ওয়ার্ডে শাহাবুদ্দিন নামের ভর্তি রোগী শারীরিক অসুস্থতাজনিত কারণে যান। পরে তার স্বজনরা কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এবং তাদের ওপর হামলা ও ভাঙচুর করেন। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ এবং আনসার সদস্যরা ভাঙচুরকারীদের আটক করে সিলেট কোতোয়ালি মডেল থানায় পাঠায়।
হাসপাতালে দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক ডা. মো. মোস্তাকিম বলেন, রোগীর স্বজনরা ডাক্তারদের ওপর হামলা ও হাসপাতালে ভাঙচুর চালায়। এভাবে নিরাপত্তাহীনতার মধ্যে দায়িত্ব পালন করা সম্ভব নয়। এ ঘটনার প্রতিবাদে রাতে বৈঠক করে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ। চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক সীমান্ত মজুমদার জানান, মারা যাওয়া রোগীর স্বজনরা দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসকদের ক্রমাগত ভীতি প্রদর্শন, হুমকি দেওয়া এবং হেনস্তা করার চেষ্টা করে ও হাসপাতালে ভাঙচুর করে। এমতাবস্থায় হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা পর্যাপ্ত নিরাপত্তা, দোষীদের বিচারের দাবিতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে।
পথরেখা/অআ