• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
    ৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ০০:৫৮
এশিয়া কাপ ক্রিকেট

দারুণ শুরু পাকিস্তানের

মেজর (অব.) চাকলাদার : ৫০ ওভার, রান ৩৪২। নেপাল ২৩.৪ ওভারে ১০৪ রানে অল আউট। বাবর আযম আর ইফতেখার সেঞ্চুরি করলেন । যদিও পাকিস্তানের দুই ওপেনার ২৫ রানের মধ্যেই আউট হয়ে প্যাভিল্য়নে ফেরত আসেন। বোলিং অধ্যায়ে শাদাব খান ২৭ রানে ৪ উইকেট নেন। পাকিস্তান জিতল ২৩৮ রানে। নেপাল এই প্রথম এশিয়া কাপ খেলছে। 
 
টসে জিতে পাকিস্তানের অধিনায়ক ব্যাট করার স্বিদ্ধান্ত নেয়। বাবর আযমের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১৯ তম শতরান করলেন। পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে একদিনের শতরানের ক্ষেত্রে বাবর আযম দ্বিতীয় তার আগে রয়েছেন প্রাক্তন ওপেনার সাঈদ আনোয়ার। ৩০ আগস্ট নেপালের বিরুদ্ধে দ্রুত দুই উইকেট হারায় পাকিস্তান এরপর দলের হাল ধরেন বাবর আযম ।প্রতিপক্ষ নেপাল হলেও মুলকানের মন্থর ২২ গজে ব্যাট করা সহজ ছিলনা। অনান্য ব্যাটাররা অস্বস্তিতে খেললেও বাবর ইনিংস খেলেন। শতরান করার আগে একটি  ছয়ও মারেন নি। মাটিতে বল রেখেই খেলেছেন তবে চার মেরেছেন দশটি। শতরান হবার পর বাবর আগ্রাসি ব্যাটিং শুরু করেন এবং ১৩০ বলে ১৫১ রানের ইনিংসে ১৪ টি চার আর ৪টি ছক্কা মারেন। দুই ওপেনার ফখর জামান (১৪) আর ইমাম উল হক (৫) ব্যর্থ হবার পর দলের হাল ধরেন বাবর, নিয়মিত তিন নম্বরেই নামেন। বাবরের পাশাপাশি শতরান করেন ইফতিকারও,৭১ বলে অপরাজিত ১০৯ রান করতে ১১ টি চার আর ৪টি ছয় মারেন। বাবর আযম তার সাথে ষষ্ঠ উইকেটে জুটি গড়ে ২১৪ রান করেন। উইকেট রক্ষক ব্যাটার রিজওয়ান ছয়টি চারের সাহায্যে ৫০ বলে ৪৪ রান করেন।
 
নেপালের সফলতম বোলার সোমপাল কামি। ৮৫ রানে দুই উইকেট নেন। তবে নেপালের কোন বোলারই পাকিস্তানের ব্যাটারদের রান তোলার গতি রুখতে পারেনি। জয়ের জন্য ৩৪৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেপালের ব্যাটাররা ধরে খেলা শুরু করেন, অযথা ঝুঁকি নেন নি। তবুও ব্যাটে ব্যর্থ। দ্রুত সাজ ঘরে ফিরলেন কুশল ফিরতেন (৮), আসিফ শেখ (৫) আর রোহিত (০)।কিছুটা লড়াই করলেন চার নম্বরে নামা আরিফ সেখ ৩৮ বলে ২৬ আর সোমপাল ৪৬ বলে ২৮ রান। পাকিস্তানের জোরে বোলারদের সামনে নেপালের ব্যাটাররা কখনই স্বচ্ছন্দ ছিল না। পাকিস্তানের হারিস রউফ ১৬ রানে দুই উইকেট, শাহীন আফ্রিদি ২৭ রানে দুই উইকেট নেন। ১৭ রানে ১ উইকেট নাসিমের আর ১৩ রানে ১ উইকেট মোহাম্মদ নওয়াজের।
 
ও্য়ইদিন একদিনের রানের হিসাবে পাকিস্তানের তৃতীয় বৃহত্তম জয়। ২০১৬ সালে আয়ারল্যান্ডকে ২৫৫ রানে, ২০১৮ সনে জিম্বাবুয়েকে ২৪৪ রানে আর ২০০০ সনে বাংলাদেশকে ২৩৩ রানে হারিয়েছিল। এশিয়া কাপ শুরু। পাকিস্তান তার ওপেনিং জুটিতে নজর দিতে হবে। তবে মাত্রই শুরু।
 
লেখক : সাবেক অধিনায়ক জাতীয় ও সেনাবাহিনী হকিদল এবং জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত।
পথরেখা/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।