পথরেখা অনলাইন : ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার নতুন ব্রডগেজ রেলপথ ট্রেন চালানোর জন্য প্রস্তুত হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর পদ্মা সেতুর ওপর দিয়ে এই পথে পরীক্ষামূলক ট্রেন চালাতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।
নতুন এ রেলপথ দিয়ে প্রথম কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মাওয়া হয়ে ভাঙ্গা স্টেশনে যাবে ট্রেন। এরপরই আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেলপথের উদ্বোধন করবেন। যদিও পুরো প্রকল্পে নির্মাণ হতে যাওয়া ঢাকা থেকে যশোর পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য ১৭২ কিলোমিটার। টেস্ট রানের ওই ট্রেনের যাত্রী হবেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন, রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা এবং রেলেওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে পদ্মা সেতুতে পাথরবিহীন রেললাইন বসানোর কাজ শেষ হলে গত ৪ এপ্রিল ভাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে মাওয়া রেলওয়ে স্টেশন পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চালানো হয়েছিল। এবার ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার নতুন ব্রডগেজ রেলপথে পরীক্ষামূলক ট্রেন চালানো হবে।
প্রকল্প পরিচালক আফজাল হোসেন সাংবাদিকদের বলেছেন, ট্রেন চালাতে এই পথে গেন্ডারিয়া ও কেরানীগঞ্জ স্টেশনে কিছু টার্ন আউটের (এক রেলপথ থেকে আরেক রেলপথে ট্রেন যাওয়ার পথ) কাজ বাকি ছিল। সেগুলো ইতিমধ্যে শেষ হয়েছে। বর্তমানে ঢাকা-ভাঙ্গা অংশ ট্রেন চলাচলের উপযোগী। আমরা ইন্সপেকশন কারের মাধ্যমে পুরো রেলপথটি পরিদর্শনও করেছি। আগামী ৭ সেপ্টেম্বর আমরা টেস্ট রান করবো। ওইদিন রেলপথ মন্ত্রীসহ সংশ্লিষ্টদের উপস্থিত থাকার কথা রয়েছে। উদ্বোধনের আগে আমরা আরও টেস্ট রান চালাবো।
পথরেখা/আসো