বৃষ্টি পরে টাপুর টুপুর, আর এই বৃষ্টির সাথে গলাগলি করে এশিয়া কাপ ক্রিকেট চলছে। সময়টা বৃষ্টির তাই পাকিস্তানের থেকে বলা হয়েছিল এবারের খেলা আমিরশাহীতে হোক। ভারতের গোস্বা পাকিস্তান আর অমিরশাহীতে ‘নো গো’ তাই চলছে বৃষ্টির ভিতর এশিয়া কাপ ক্রিকেট। নেপাল প্রথম ২৩০
রান করে ছিল তারপর শুরু হলো উরা-ধুরা বৃষ্টি। ডিএলএস পদ্ধতিতে রান দাঁড়াল ১৪৫, ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ৮৮ আর গিল ৬৭ রান করে ১০ উইকেটে ভারতকে জয়ে পৌঁছায়।
ভারত তিন পয়েন্ট আর পাকিস্তান তিন পয়েন্ট নিয়ে সুপার ফোরে পৌঁছল। নেপাল এই প্রথম বঢ আসরে তবে তারা ‘ভয় জাগালিয়া’। হতে সময় লাগবে। বিশ্বকাপ হবে ৫ই অক্টবর থেকে ভারতে। আর বৃষ্টি বিনা দাওয়াতে স্টেডিয়ামে থাকবে তা বলা বাহুল্য। ভারত আইপিএল করে টাকার ছড়াছড়িতে বিশ্ব ক্রিকেটরে কিনে রেখেছে। তাই ভারত এখন বিশ্ব ক্রিকেটের দণ্ড মুন্ডের মালিক।
গায়ক আব্বাস উদ্দিন দার্জিলিং এ, শুনলেন মহাত্মা গান্ধি বক্তৃতা করবেন। বৃষ্টি হচ্ছে, কনকনে ঠাণ্ডা উপেক্ষা করে বহু লোক বহু সময় নিয়ে অপেক্ষায় দাঁড়িয়ে। মহাত্মা জি আসলেন, স্টেজে উঠলেন। বললেন, ‘বর্ষাত হতি হ্যায়, বাচ্চে লোক ঘরমে যাও’, বলে মহাত্মা স্টেজ থেকে নেমে গেলেন। যে অবস্থা এশিয়া কাপে বৃষ্টির, এখানেও ব্যাটাররা এভাবেই দর্শকদের বাড়ি যেতে হয়ত বলবে। কি বিচিত্রএ আযোজন।
লেখক : সাবেক হকি অধিনায়ক জাতীয় ও সেনাবাহিনী দল এবং জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত
পথরেখা/আসো