ভারত ২৪.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৭ করে বৃষ্টির জন্য খেলা বন্ধ রাখল। রিজার্ভ ডে থাকাতে এই রানেই কোহলি আর কে এল রাহুল ১১ সেপ্টেম্বর খেলা শুরু করবে। পাকিস্তানকে খেলা না দিয়ে আর্থিক সুবিধা বন্চিত করতে পাকিস্তানে মাত্র চারটি খেলা বরাদ্দ করা হয়। নতুন নিয়মে এশিয়া কাপ সুপার ফোর পর্বে ভারত-পাকিস্তানের ম্যাচের বাকী অংশ অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময় দুপুর ৩টা ৩০মিনিটে মাঠে নামবে দু’দল।
শ্রীলংকার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে ভারত। দলকে ১৬ দশমিক ৪ ওভারে ১২১ রানের উড়ন্ত সূচনা এনে দেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। ১৫তম ওভারের মধ্যে হাফ-সেঞ্চুরি তুলে নেন রোহিত ও গিল দু’জনই। ৩৭ বল খেলে ওয়ানডেতে অষ্টম ও পাকিস্তানের বিপক্ষে প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পান গিল। পাকিস্তানের স্পিনার শাদাব খানকে ছক্কা মেরে ৪২ বলে ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম অর্ধশতকের দেখা পান রোহিত। ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরিও পাকিস্তানের বিপক্ষেই করেছিলেন ভারত অধিনায়ক। ১৭তম ওভারের চতুর্থ বলে রোহিত-গিলের জুটি ভাঙ্গেন শাদাব। লং অফে ফাহিম আশরাফকে ক্যাচ দিয়ে বিদায় নেন রোহিত। ৬টি চার ও ৪টি ছক্কায় ৪৯ বলে ৫৬ রান করেন রোহিত।
ভারতের মুম্বাই এখন বৃষ্টি-সময়। এশিয়া ক্রিকেটের কর্নধার জয়সাহ ভারতকে আর্থিক সুবিধার জন্য খেলা মুম্বাইয় আর শ্রীলংকাতে দেয়াতে এত গরমা গরম খেলা দেখতে প্রতিদিন বৃষ্টি আসছে। সময়টাইত বৃষ্টির। কোটি কোটি দর্শক খেলা বন্চিত হচ্ছে জয় শাহ এন্ড গ্রুপের নোংরামির জন্য। ভারতের সব থেকে বড় দোষ হলো এরা স্বার্থপর। পাকিস্তানের বোলিং আশানুরূপ হয় নাই। শাহীন আফ্রিদির উপর শুরুতেই ভারতীয় ব্যাটার রা চড়াও হয়। বৃষ্টি বিঘ্নিত পিচ থেকে পাকিস্তানের ফাষ্ট-বোলারদের ফায়দা তুলতেই হবে। আশা থাকবে কাল যাতে বৃষ্টি না হয়। আধুনিক যুগে মুম্বাই আর শ্রীলংকার বৃষ্টিস্নাত আবহাওয়া থাকবেই তারপরও এই এলাকাতে খেলা দেয়া মানে এনারা দর্শকদের গিনিপিগ মনে করে রিসার্চ করে দেখে যে এদের ধৈর্য্য কতখানি।
সব থেকে বড় কথা--আয় বৃষ্টি ঝেপে, ধান দিব মেপে’ ঘুণাক্ষরেও এ উচ্চারণ করা যাবেনা। গগনে গরজে মেঘ ঘন বরষা কুলে একা বসে আছি নাহি ভরসা। আসুন প্রার্থণা করি রিজার্ভ ডেতে যাতে বৃষ্টি না হয়। ভারত-পাকিস্তানের লড়াইটা ক্রিকেটপ্রেমীরা উপভোগ করতে চায়।
লেখক : সাবেক হকি দল অধিনায়ক জাতীয় ও সেনাবাহিনী এবং জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত
পথরেখা/আসো