• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
    ৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ০১:২৭
মেজর অব. চাকলাদার

পাকিস্তানকে কাঁদিয়ে ফাইনালে শ্রীলংকা

এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান কখনই মুখামুখি হয় নাই। এবারও হলো না। পাকিস্তানকে কাঁদিয়ে এবার ফাইনালে শ্রীলঙ্কা। পাকিস্তানের  ৭ উইকেটে ২৫২ রানের সংগ্রহ শ্রীলংকা শেষ বলে জিতে নেয়। ওডিআই ক্রিকেট বাজারে এ খেলাটি আদর্শ বিজ্ঞাপন হতেই পারে। এবারের এশিয়া কাপে পাকিস্তান দল ছিল ভীষন অগুছালো। পরিবর্তন করে করে সুষ্ঠ এগারোজন একাট্টা করতেই পারে নাই।
 
পাকিস্তানের ওপেনিং জুটি পুরো এশিয়া কাপে ব্যর্থ। গত ‘ডু অর জাই’ ম্যাচেও একই অবস্থা। ফাকার জামান ব্যর্থ এবং ওডিআই রেটিং এর এক নম্বর বাবর আযম পুরো এশিয়া কাপে নিজের সুনাম বজায় রাখতে পারে নাই, এত বড় খেলাতে ২৯ রান করে ফেরত প্যাভিলিয়নে। ০৫ ই অক্টোবর থেকে ক্রিকেট বিশ্বকাপ, ভুল শুধরাতে না পারলে বাক্স পেটরা বাইন্ধা রেডি থাকতে হবে দেশে ফেরত যাবার জন্য।
 
পাকিস্তান ছিল অন্যতম ফেবারিট। ভারতের বিপক্ষে ২২৮ রানে হারার পর শ্রীলংকার সাথে রুদ্ধশ্বাস ম্যাচে দুই উইকেটে হেরে এখন রেডিও হতে হবে ৫ অক্টোবর থেকে হওয়া বিশ্ব কাপ ক্রিকেটের জন্য। বৃষ্টির জন্য প্রথমে কমিয়ে ৪৫ ওভার, আবার বৃষ্টি নামলে ৪২ ওভারে ম্যাচ নির্দ্ধারিত হয়। পাকিস্তানের রিজওয়ান (৮৬ নটআউট) ইফতেখার (৪৭) ১০৮ রানের জুটি করে ভদ্রস্থ রানের পূজি করতে সাহায্য করে। কুশাল মেন্ডিস (৯১) আসালান্কা ৪৯* সাগিরা সামারাহিচক্র (৪৮) রানের সহায়তায় শেষ বলে জয় করায়ত্ত করে। রবিবার ভারত প্রস্তুত শ্রীলংকার জন্য। এটা শ্রীলংকার ১১তম বার ফাইনালে ওঠা। 
 
১৫ সেপ্টেম্বর বাংলাদেশ ভারতের সাথে খেলবে। সাকিব প্রধান মন্ত্রীর সাথে জরুরীকথা বলতে সংসদে। ২/৩ দিন দেরি করে দেখা করলে হতো না। কি যে হয়, বার বারইত ‘মোর না মিটিতে আশা ভাংগিল খেলা।’ খেলা শ্রীলংকার আর সাকিব মুশফিকরা  ঢাকায়। ‘না মিটিতে আশা করাইয়াই ছাড়বো।
 
লেখক : সাবেক জাতীয়  ও সেনাবাহিনী হকি দল অধিনায়ক  এবং জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত 
পথরেখা/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।