সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত স্টাটাস দেওয়ার ব্যাপারে নিজের ভুল বুঝে ক্ষমা চেয়েছেন জাতীয় দলের পেসার তানজিম হাসান। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সংবাদ মাধ্যমকে জানান। চারিদিকে এত সমালোচনা এবম ভবিষ্যত নিয়ে দুঃশ্চিন্তা থেকেই তিনি ক্ষমা চাইলেন। বলা যায় ‘ফান্দে পরিয়া বগা কান্দেরে।’
যা বলার কোন দরকার নেই বা তিনি এ সব বলার মতন লেভেলে পৌছতে এখনও বহু দূর হাঁটতে হবে, তা বুঝেছেন। যা বলে হিট উইকেট হলেন তা আর করবেন না বলেই মনে হয়। আকেল মনদ কে লিয়ে, ইশারায় ই কাফি।
ক্রিকেট খেলোয়াড়রা তাদেরকে অন্যসব খেলা থেকেই উচ্চবর্নের ভাবতেই পারেন। যে দেশে টাকার মান দন্ডে মানুষের শ্রেনী নিরূপন হয় সেখানে ক্রিকেট খেলোয়াড় রা লুজ টক করতেই পারে। তানজিম হাসান সাকিব, বাংলাদেশী বোলার তার ওভারের চতুর্থ বলে ভারতীয় অধিনায়ক রহিত শর্মাকে আউট করে নিজেকে আলোচনার মধ্যমনিতে পরিণত করেন। শুক্রবারে প্রতিবেশী দেশের সাথে খেলার সময় এ অর্জন শুধু নয় মাথা ঠান্ডা রেখে শেষ ওভার বল করে বাংলাদেশকে বিশ্ব ইতিহাসের ক্রিকেট-হারকিউলিস ভারত-বধ করেন। প্রশংসা তানজিম হাসান সাকিবের জন্য। প্রশংসা সময় সময় অনেকের জন্য বোঝা হয়ে যায়। এক বাচ্চাকে সবাই প্রশংসা করছিল, শ্যাষে বাচ্চাটা বলল, ‘তাও ত আজ তেল মাখিনি।’
আমাদের গ্রেট বোলার তানজিম সাহেব মহিলা নিয়ে মন্তব্য করলেন। যদি স্ত্রী কাজ করে তবে স্বামী তার অধিকার হারায়, যদি স্ত্রী কাজ করে তবে সন্তানরা তাদের পাওনা থেকে বন্চিত হয়, যদি স্ত্রী কাজ করে তবে তার চেহারার মাধুর্য নষ্ট হয়। এতে না থেমে আরো বাতচিত করলেন, স্ত্রী কাজ করলে পরিবার বরবাদ হয়, স্ত্রী কাজ করলে পর্যাপ্ত অবগুন্ঠণ থাকবেনা, স্ত্রী কাজ করলে সমাজ ধ্বংস হবে।
তানজিম সাহেব যে পোষাক পরে খেলেন; তা তৈরি করে গার্মেন্টস শ্রমিকরা যার নব্বই ভাগ মহিলা। বৈদেশিক মুদ্রার বেশিটাই আসে এই মহিলাদের তৈরি গার্মেন্টস রপ্তানি করে। ক্রিকেট খেলেন ভাল কথা, এই খেলার সুবাদে প্রিয় প্রধানমন্ত্রীর সাথে তার হাজার ব্যস্ততার মধ্যেও যখন তখন দেখা করতে পারেন। এখন এ সব চটুল কথার কি দরকার? খবরে আসার অনেক উপায় আছে।
“হয়েন এ ডগ বাইটস এ ম্যান, দ্যাটস নট এ নিউজ।
হয়েন এ ম্যান বাইটস এ ডগ, দ্যাটস এ নিউজ।”
‘বিশ্বের যত মহান সৃষ্টি চির কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর “
পৃথিবীতে এগিয়ে যেতে হলে নর-নারীর পাশা পাশি চলা জরুরী। দেখেন না আমাদের তিন নেত্রী; শেখ হাসিনা-বেগম খালেদা জিয়া-রওশান এরশাদ। মহিলা এড়ায়ে চলতে পারবেন না ভাই।
লেখক : সাবেক অধিনায়ক জাতীয় ও সেনাবাহিনী হকি দল এবং জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত।
পথরেখা/আসো