ভারতের ১০ শহরে হবে আইসিসির বিশ্বকাপ। ১০ দল নিয়ে হবে এবারের বিশ্বকাপ আসর। ভারত, আফগানিস্তান,অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, লেদারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ণন আফ্রিকা আর শ্রীলংকা। ৫ অক্টোবর শুরু আর ১৯ নভেম্বর ফাইনাল।
ভারতে খেলতে যাচ্ছে পাকিস্তান; তবে ভিসা নিতে চলতে থাকে জমপেশ নাটক। সব দলের ভিসা দিলেও ভারত পাকিস্তানের ভিসা দিচ্ছিল না। পাকিস্তান দল দুবাইতে ওয়ার্মআপ ম্যাচ সূচি এ কারণে পরিবর্তনে বাধ্য হয়। অবশেষে পাকিস্তান ক্রিকেট টিমের মিলেছে ভারতীয় ভিসা।
সেই ১৯৪৭ সনে স্বাধীনতার সাথে সাথেই কাশ্মির নিয়ে যুদ্ধ হয়েছিল দুই প্রতিবেশী দেশের। তার পর আরো তিনবার লড়াই হয়েছে। হিন্দু পুরান কাহিনীতে আছে ব্রম্মা তালগোল পাকিয়ে পৃথিবী তৈরি করার পর তারই তৈরি সমুদ্রের পানিতে হাতের কব্জি পর্যন্ত ধূয়েছিল, সেই যে ঢেউ উঠল সেই ঢেউ আজও 'ইটারন্যাল ফাইট বিটউইন রক এন্ড ওয়েভ' হয়ে বারবার তেড়ে এসে পাহাড়ে ধাক্কা খায়। থামাথামি নাই। পাকিস্তান-ভারত সেই ১৯৪৭ এ যে বৈরিতা শুরু তা আজও চলছে, এখন আরো ছড়িয়েছে। খেলা থেকে আরম্ভ করে যেখানেই দেখা সেখানেই খোঁচাখুঁচি দুই দেশের দৈনন্দিন জীবনের একটা পার্ট। মহাজ্ঞানীরা বলেন 'কিপ স্পোর্টস ক্লিন অব পলিটিকস।’ এ এবারের ভিসা কান্ডে এ কথার আর দাম রইল না। পাকিস্তানের ভিসা নিয়ে এই যে টাল বাহানা ভারত তা না করলেই পারত।
ভারত, পাকিস্তান, আফগানিস্তান আর বাংলাদেশ এমনকি নেপালকে নিয়ে রিজিওনাল ক্রিকেট টুর্নামেন্ট হতেই পারে। তাতে এ অঞ্চলে ক্রিকেটে আরো দক্ষতা পাবেই, তবে কে করবে, কিভাবে হবে। সেই যে কথা, 'বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে।’ উপমহাদেশ এখল ক্রিকেটে জাগে, ক্রিকেটে ঘুমায়। এ জোয়ার ধরে রাখতে হলে প্রত্যেকেই প্রত্যেকের প্রতি সংবেদনশীল হোন।
লেখক : সাবেক অধিনায়ক জাতীয় ও সেনাবাহিনী হকি দল এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত ।
পথরেখা/আসো