• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
    ৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ২১:১০
মেজর অব চাকলাদার

ক্রিকেট নিয়ে মাঠের বাইরেও খেলা চলছে

বাংলাদেশ জাতীয় দলের টিম ম্যানেজার ছিলেন নাফীস ইকবাল। তিনি সাবেক জাতীয় ক্রিকেটারও। তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরিয়ে দিয়েছে, বাদ পরার কারণ তিনি তামিম ইকবালের বড় ভাই। ওয়ানডে দলের অধিনায়ক সাকিব আল হাসানের চাপেই তিনি যে ম্যানেজার পদে থাকছেন না জানার পর বাংলাদেশ-নিউজিল্যান্ড মধ্যেকার তৃতীয় ও শেষ ওয়ানডে চলাকালীন দল ছেড়ে বিদায় নিলেন।
 
২৭ সেপ্টেম্বর বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে ভারত রওনা হবে। এটা তিনদিন আগেই জানা। সফরকারি নিউজিল্যান্ড দলের বিরুদ্ধে অধিনায়ক শান্ত বলেন যারা বিশ্বকাপ দলে থাকবেন তাদের প্রস্তুত থাকার জন্য বিসিবি আগেই বার্তা দিয়েছে। সেখানে নিশ্চিতভাবেই অভিজ্ঞ তামিমের থাকার কথা। নাটকীয়তা শুরু হয় বিশ্বকাপ দল ঘোষণার আগের রাতে।
 
তামিম ইনজুরিতে ছিলেন। ইনজেকশন নিয়ে খেলছিল। এর আগে ফিটনেস সমস্যার কারণে গত জুলাইতে অবসর ঘোষণা করেছিল তামিম। ‘যে গেছে চলিয়া কি হবে কাহারে ডাকি।’ কিন্তু না, মাশরাফি বিন মর্তুজা বুঝে ছিলেন বিশ্বকাপে তামিমের প্রয়োজনীয়তা, তার মাধ্যমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে অবসর থেকে ফিরে আসেন। বিশ্বকাপের জন্যই অভিজ্ঞ তামিমকে অবসর থেকে ফিরিয়ে আনা হয়েছিল।
 
সোমবার মধ্যরাতে পাপন সাহেবের বাসায় সাকিব আলোচনা করেন এই সময় সিংগাপুর থেকে  এসে হাতুরি সিং সরাসরি পাপনের বাসাতে মিটিংএ যোগ দেন। বলা যায় সাকিবের এক রোখা ও কঠোর সিদ্ধান্তে তামিমের বাদ হতে হল। নানা সূত্রের খবর তামিম থাকলে সাকিব অধিনায়ক থাকেবেন না বলেও হুশিয়ারি দেন।
 
কম বেশি চোট কিন্তু দলে আছেই, তরুণ পেসার তানজিম হাসান সাকিব, বা হাতি পেসার মুস্তাফিজ, মেহেদি হাসান মিরাজ এরাও পুরাপুরি ফিট নয়। বিশ্বকাপে অনিশ্চিত মাহমুদ উল্লাহ রিয়াদ যাচ্ছেন অথচ তামিম চলে গেলেন বাদের দলে। হাথুরা সিং চেয়েছিলেন অভিজ্ঞ দল এখন অনভিজ্ঞ দলই সম্বল। ইতিহাস উপেক্ষা করা যায় না। 
 
জুলিয়াস সিজার কে হত্যার দলে ছিলেন  ব্রুটাস ও। ব্রুটাস ছিলেন সিজারের বন্ধু। অত বড় বীর ছিলেন নিরস্ত্র। ব্রুটাসকে আক্রমণে দেখে জুলিয়াস সিজার বলেছিলেন, ‘ব্রুটাস তুমিও? সেই ব্রুটাস থেকেই ‘ব্রুট’ শব্দের উৎপত্তি। তামিমের বাদ দেওয়া দলে সাকিবের এই রূপ দেখে তামিম ও হয়ত একই কথাই বলবে , ‘সাকিব তুমিও।’
 
লেখক : সাবেক অধিনায়ক জাতীয় ও সেনাবাহিনী হকি দল এবং জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ।
পথরেখা/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।