এশিয়ান গেমস হকিতে সেমিফাইনালে যেতে ব্যর্থ পাকিস্তান, গ্রুপ শেষ ম্যাচে জাপানের কাছে হেরে পদক জয়ের আশা ‘শ্যাষ’। এই প্রথম পুরুষ হকির সেমি ফাইনালে দেখা যাবে না পাকিস্তানকে।
এশিয়ান হকির সফলতম দেশ পাকিস্তান ।আট বার তারা সোনা জিতেছে। আগের ১৬ বারের ১৪ বারই তারা পদক পেয়েছে। গ্রুপের শেষ ম্যাচে জাপানের সাথে ড্র করলেই গোল পার্থক্যে পাকিস্তান চলে যেত সেমিফাইনালে, হারল ৩-২ গোলে, গ্রুপে পেল তৃতীয় স্থান। ভারত আর জাপান এ গ্রুপ থেকে সেমিফাইনালে গেল।গ্রুপে তৃতীয় হওয়াতে পাকিস্তান খেলবে পঞ্চম-ষষ্ঠ স্থানের জন্য।
আগের ম্যাচে ১০-২ গোলে হেরেছিল ভারতের কাছে। ২০১০ সনে শেষবার সোনা জিতেছিল পাকিস্তান। ২০১৪ তে ফাইনালে উঠলেও ভারতের সাথে হেরে রূপা জিতেছিল, ২০১৮ তে ভারতের কাছে হেরে চতুর্থ হয়েছিল আর এবার সেমিফাইনালে উঠতেই পারল না।
এখন পর্যন্ত পদক তালিকাতে- চীন সোনা পেয়েছে ১৪৭ টি, রূপা ৮১ আর ব্রোঞ্জ : ৪২ টি , জাপান ৩৩ সোনা, ৪৪ রূপা আর ৪৫ ব্রোঞ্জ, দক্ষিণ কোরিয়া ৩১ সোনা ৩৯ রূপা আর ৬৩ ব্রোঞ্জ।
এর পরই ভারত সোনা ১৩ রূপা ২৪ আর ব্রোন্জ ২৩ পাকিস্তান ১ রূপা, শ্রীলংকা ১ রূপা আর বাংলাদেশ ১ ব্রোন্জ। পদক তালিকা থেকেও একটি দেশের সামাজিক, অর্থনৈতিক আর রাজনৈতিক পরিবেশও বুঝা যায়।
দুঃখ লাগে হকিতে আমরা পাকিস্তানকে আদর্শ মনে করতাম। আব্দুস সাদেক যখন পাকিস্তান হকি দলের সদস্য হয়ে বিশ্ব ট্যুর করে আসলেন তখন তিনি ছিলেন আমাদের কাছে এক ক্রীড়া বিস্ময়। পাকিস্তান তখন বিশ্ব শ্রেষ্ঠ। সেই পাকিস্তান হকি দল এবার এশিয়ান গেমসে প্রথম চার দলেই নাই।
‘আজকে যে রাজাধিরাজ
কাল সে ভিক্ষা চায়
চির দিন সবার
সমান নাহি যায় ।’
লেখক : সাবেক হকি অধিনায়ক জাতীয় ও সেনাবাহিনী দল এবং জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত।
পথরেখা/আসো