পথরেখা অনলাইন : টাঙ্গাইলে টানা কয়েকদিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেওয়ায় যান ও মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। অনেক সড়কে জমেছে হাঁটু পানি। গুরুত্বপূর্ণ কাজ ছাড়া বাড়ি থেকে তেমন বের হচ্ছেন না মানুষ।
৪ অক্টোবর রাত থেকে জেলায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত হলেও বৃহস্পতিবার ৫ অক্টোবর দুপুর থেকে বেড়ে ৩৫ মিলিমিটারে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছে জেলার আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস সূত্র জানায়, কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি হলেও বুধবার দিনগত রাত থেকেই একটানা ভারি বৃষ্টি হচ্ছে। শুক্রবারও সারাদিন থাকতে পারে বৃষ্টি।
টাঙ্গাইল আবহাওয়া অফিসের ইনচার্জ জামাল উদ্দিন বলেন, কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। তবে আজকের একটানা ভারি বৃষ্টিতে জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরের বেশ কিছু সড়কে জমাট বেঁধেছে পানি। আশা করছি শনিবার থেকে বৃষ্টি কমে আসবে।
অন্যদিকে টানা বৃষ্টিপাতে জেলার সব নদ-নদীর পানি বেড়েছে বলে জানিয়েছেন টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশল মো. সাজ্জাদ হোসেন। তিনি বলেন, উত্তর অঞ্চলের কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা থাকলেও টাঙ্গাইলের সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পথরেখা/আসো