পথরেখা অনলাইন : রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা ফার্মগেটে নির্মাণ করা দৃষ্টি নন্দন, আধুনিক ফুট ওভারব্রিজটি রোববার (১৫ অক্টোবর) খুলে দেওয়া হচ্ছে। শনিবার (১৪ অক্টোবর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তথ্য কর্মকর্তা পিয়াল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার বেলা ১১টায় ফার্মগেট ফুটওভার ব্রিজের উদ্বোধন উপলক্ষ্যে ফার্মগেটে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। সেই সঙ্গে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
রাজধানীর এলিভেটর এক্সপ্রেসওয়ের নির্মাণের জন্য প্রায় দেড় বছর আগে ব্যস্ততম ফার্মগেট এলাকায় এই ফুট ওভার ব্রিজটি ভেঙে ফেলা হয়েছিল। যে কারণে ব্যস্ত এই সড়কে পথচারী পারাপারে বিড়ম্বনার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি পোহাতে হতো। প্রায় তিন মাস আগে নির্মাণ কাজ শেষ হলেও বিভিন্ন কারণে তা এতদিন চালু করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এলিভেটর এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ তাদের নির্মাণ কাজের জন্য ফুটওভার ব্রিজটি ভেঙে ফেলার পর তারাই এটি নতুন করে নির্মাণ করে দেওয়ার দায়িত্ব নিয়েছিল। গত বছরের মে মাসে ফুটওভার ব্রিজটি নির্মাণ কাজ শুরু করা হয়, প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে আধুনিক ও দৃষ্টি নন্দন করে ফুট ওভারব্রিজটির নির্মাণ কাজ শেষ করে সংশ্লিষ্টরা। ঢাকার মধ্যে এটিই সবচেয়ে সুপ্রশস্ত ফুট ওভার ব্রিজ।
এই ফুটওভার ব্রিজটি প্রায় ১৮ ফুট চওড়া।এখানে রয়েছে ৬টি পকেট, যেখানে দাঁড়িয়ে নিচের রাস্তা সহ আশাপাশের সব দেখতে পারবেন এটি ব্যবহারকারীরা। আপতত ফুট ওভার ব্রিজটির দুই দিকেই শুধু সিঁড়ি বসানো হয়েছে। তবে পরে ফুটওভার ব্রিজের দুই প্রান্তেই এক্সেলেটর এবং লিফট বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
পথরেখা/অআ