• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
    ৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ২১:২৩

মালদ্বীপের বিপক্ষে জয় ছাড়া পথ নেই বাংলাদেশের

  • ক্রীড়া -ফুটবল       
  • ১৬ অক্টোবর, ২০২৩       
  • ৮৫
  •       
  • ১৬-১০-২০২৩, ১৮:৫৯:২৮

পথরেখা অনলাইন : বড় বিপদের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের ফুটবল। বিশ্বকাপের প্রাক বাছাইপর্বের খেলায় মালদ্বীপের বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই দলের সামনে। বাছাইপর্বের প্রথম লেগে ড্র করার পর মঙ্গলবার দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল। যে জিতবে সেই দলই বাছাইয়ের মূল পর্বে খেলবে। 
 
২০১৬ সাল চোঁখ রাঙ্গানি দিচ্ছে লাল সবুজের দলকে। সেবার ভুটান ট্র্যাজেডির কারণে প্রায় দুই বছরের জন্য ফিফা থেকে ম্যাচ খেলা বঞ্চিত হয়েছিল। এবার যদি মালদ্বীপের বিপক্ষে হারে তাহলে এমনি পরিস্থিতির মুখে পড়তে হবে হ্যাবিয়ের কাবরেরার শীষ্যদের। বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধা ৫.৪৫ মিনিটে অতি গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হবে। এর আগে মালদ্বীপের রাজধানী মালেতে প্রথম লেগের খেলায় একের পর এক সুযোগ নষ্টের পর ডিফেন্ডারদের ভুল। ৮৭ মিনিটে এগিয়ে গেল মালদ্বীপ। সেই গোলে যখন চোখ রাঙাচ্ছে হার তখনই ত্রাতা হয়ে এলেন সাদ উদ্দিন। বদলি নামা এই ডিফেন্ডারের গোলে বাংলাদেশ শিবিরে বয়ে গেল স্বস্তির হাওয়া। বিশ্বকাপ প্রাক বাছাইয়ের প্রথম ম্যাচে মালে জাতীয় স্টেডিয়ামে পিছিয়ে পড়েও মালদ্বীপের সঙ্গে ১-১ গোলের ড্র পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। ৮৭ মিনিটে পিছিয়ে পড়ার পর স্বস্তির এই ড্র এসেছে সাদ উদ্দিনের পা থেকে।
 
জিতলেই কেবল আগামী বছর থেকে শুরু হওয়া ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে পারবে। ড্রয়ে স্বস্তি এলেও জয় না পাওয়ার আক্ষেপ পোড়াবে বাংলাদেশ দলকে। মালদ্বীপকে কখনোই তাদের মাটিতে হারানো হয়নি বাংলাদেশ ফুটবল দলের। ২০১৯ সালে বিশ্বকাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে গোল করে নায়ক হয়েছিলেন সাদ উদ্দিন। সেই গোলের পর তার ভুলে সাফ, চার জাতি টুর্নামেন্টে হেরেছিল বাংলাদেশ। চার বছর পর আন্তর্জাতিক ম্যাচে গোল পেয়ে সব পাপের প্রায়শ্চিত্তই যেন করলেন বসুন্ধরা কিংসের এই ডিফেন্ডার। ‘মদ’ কান্ডে নিষিদ্ধ হওয়ায় গোলরক্ষক আনিসুর রহমান জিকো, ডিফেন্ডার তপু বর্মণ ও মিডফিল্ডার শেখ মোরসালিনকে রাখা হয়নি মালদ্বীপের বিপক্ষে দলে। এই তিনজনের কাউকেই এই ম্যাচে পাবেনা বাংলাদেশ। এদিকে মালদ্বীপের বিপক্ষে ড্র করলে কারা যাবে বাছাইপর্বে, এই প্রশ্ন উঠে এসেছে। ক্রিকেট বিশ্বকাপ নিয়ে মাতামাতির মাঝেই ফুটবলে দারুণ এক সম্ভাবনার সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ।
 
এবার ঘরের মাঠ কিংস অ্যারেনায় পরীক্ষা দিতে নামবে স্বাগতিকরা। এই ম্যাচ জিতলে বিশ্বকাপের বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। এই পর্বে আসতে পারলে অন্তত ৬ টি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেইসাথে বাড়বে এএফসি এশিয়া কাপে খেলার সুযোগ। তবে আগের ম্যাচে অ্যাওয়ে গোল থাকলেও তা বাংলাদেশকে বাড়তি কোন সুবিধা দিচ্ছেনা। অ্যাওয়ে গোলের নিয়ম বহাল থাকলে ঘরের মাঠে গোলশুন্য ড্র করলেও চলতো তাদের। তবে এবার ড্র হলে ম্যাচ চলে যাবে অতিরিক্ত সময়ে। তাতেও ফলাফল না এলে টাইব্রেকারে নামবে দুই দল। বাছাইপর্বে গেলে জামালদের কারা প্রতিপক্ষ হবে, সেটাও নিশ্চিত হয়ে আছে আগেই।  মালদ্বীপকে পেছনে ফেলতে পারলে দ্বিতীয় রাউন্ডে আই গ্রুপে স্থান পাবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া , ফিলিস্তিন এবং লেবানন।
 
বিশ্বকাপের বাছাইপর্বে যেতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই জামালদের। ম্যাচ দেখতে চাইলে মতিঝিল ও বসুন্ধরা আবাসিক এলাকায় প্রিমিয়ার ব্যাংকে গিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। ম্যাচটিকে সামনে রেখে বাফুফে তিন ক্যাটাগরিতে টিকিট নির্ধারণ করেছে। ভিআইপি গ্যালারীর মূল্য পাচশ, ক্যাটাগরী ওয়ান দুইশ ও ক্যাটাগরী দুই একশত টাকা। এছাড়া নির্দিষ্ট ব্যাংকের নির্দিষ্ট দুই শাখায় টিকিট সংগ্রহ করতে পারবেন ফুটবলপ্রেমীরা। নিকট অতীতে মালদ্বীপ থেকে পয়েন্ট আনার রেকর্ড নেই বাংলাদেশের। গুরুত্বপূর্ণ এক পয়েন্ট পেলেও কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা জানিয়েছিলেন জেতার কথা, ’জিতেই আমরা অবশ্যই পরের লেগে জিততে চাই। এই লেগে জিতলেও আমি পরের লেগে জিততে চাইতাম। জয় ছাড়া ভিন্ন কোন পথ খোলা নেই আমাদের সামনে’। 
পথরেখা/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।