পথরেখা অনলাইন : আওয়ামী লীগে যোগ দেওয়া কাউন্সিলর ইস্রাফিল প্রধান বিএনপিতে ফিরে এসেছেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন মাস আগে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন তিনি। যা ওই সময়ে সংবাদমাধ্যমগুলোতে ফলাও করে উঠে আসে। এর ঠিক পাঁচ বছরের মাথায়, দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুরোনো ঘর বিএনপিতে ফিরলেন ইস্রাফিল। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডের কাউন্সিলর।
জানা যায়, আওয়ামী লীগে যোগ দেওয়ার পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২১ সালে অনুষ্ঠিত নাসিক নির্বাচনে দলের পক্ষে মাঠে দেখা যায় তাকে। চলতি বছরের এপ্রিলে ইস্রাফিলের নাম সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য পদে রাখায় তা নিয়ে বিতর্ক উঠে। তখন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব ও নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন গণমাধ্যমকে জানান, কেন্দ্র থেকে আমাদের বলে দেওয়া হয়েছে, ইস্রাফিলের নাম যেন কমিটিতে থাকে। ইস্রাফিল যদি কেন্দ্রে তদবির না করে তাহলে কি এমনিতেই কমিটিতে নাম আসে? আমি যদি না বলি তাহলে কেউ তো আমাকে জোর করে বিএনপিতে পদ দিতে পারবে না।
ওই সময়ে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান বলেন, ইস্রাফিল যেদিন আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছেন, ওই মঞ্চে আমিও ছিলাম। সংসদ নির্বাচন ও নাসিক নির্বাচনে তিনি আমাদের সঙ্গেই দলের জন্য মাঠে ছিলেন। তিনি এখন আবার বিএনপিতে ফিরে গেছেন কি না তা জানা নেই। যদিও তখন ইস্রাফিল জানান, তাকে না জানিয়েই বিএনপির কমিটিতে তার নাম রাখা হয়েছে। তিনি আওয়ামী লীগ করেন বলেও জানিয়ে দেন।
পথরেখা/অআ