পথরেখা অনলাইন : সিরাজগঞ্জের যমুনার চর অধ্যুষিত বেলকুচি উপজেলার মেহেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র ভবনটি যমুনার ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তাই খোলা মাঠে মাথার ওপরে কোনোরকমে একটি টিনের ছাপরা তুলে শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে। বৃষ্টি হলে সেই ঘরেও পাঠদান করতে ব্যাপক সমস্যা হয়। বাধ্য হয়েই সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন স্কুল কর্তৃপক্ষ।
খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যালয়ের ভবনটি সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীর ২০০ মিটার অদূরে একটি খোলা মাঠে টিন দিয়ে একটি ছাপরা তুলে নামমাত্র পাঠদান চলছে। বিদ্যালয় যমুনাগর্ভে বিলীন হওয়ার পর শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাপক ব্যাঘাত ঘটছে। এখানে পড়াশোনার কোনো পরিবেশ নেই।
শিক্ষার্থীরা বলছেন, এভাবে ক্লাস করতে ভালো লাগে না। একদিকে মাথার ওপরে ছাউনি থাকলেও চারদিকে খোলা হওয়ায় এমনিতে যেমন ক্লাস করতে কষ্ট হয় তেমনই বৃষ্টি আসলে আর ক্লাস করার কোনো অবস্থাই থাকে না। বাতাসের সঙ্গে আসা পানিতে বইখাতা ভিজে যায়। এবং স্কুলের এই অবস্থার কারণে শিক্ষার্থীরাও বিদ্যালয়ে আসতে চায় না।
পথরেখা/অআ