‘এ কেমন কেমন তুমি চোখের পাতায় আয়না ধর’ , মন জয়ে এক সময় আয়নাতে সূর্যের আলো ফেলে চোখে ফেলা হত । ক্রিকেট খেলাতে এই সূর্যালোক চোখে পরলে ক্যাচ ধরতে অসুবিধা হয়েই । বলা হয় ‘ক্যাচ মিস , ম্যাচ মিস’। গতকাল পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার ম্যাচে পাকিস্তান এই সত্য টাকে প্রমান করতে তিন তিনটা ক্যাচ ফেলে দিয়ে অপেশাদারের চূড়ান্ত প্রদর্শনী দেখাল ।
শাহিন আফ্রিদির বলে ওপেনার ওয়ার্নার পুল করেছিল , বলের কানায় গেলে বস আকাশে উঠে যায় ।শর্ট মিড অনে দাড়ানো
উসামা মিরের নড়তেও হয়নি , এক দম হাতের মুঠিতেই লোপ্পা ক্যাচ টা এসেছিল ,বলটি উসামার হাত আর বুকের মাঝে ‘হ্যালো , কেমন আছ’ বলে ধীরে ধীরে মাটিতে পরে।
এ রকম ক্যাচ পারার ‘টেপ টেনিসবল ‘ খেলোয়াড়রা একশ টার একশত টাই ধরবে।জীবন পাওয়া ওয়ার্নার পাক বোলারদের পিটিয়ে শতরান করে ।
ছোট কালে গল্প শুনতে শুনতে ঘুমাতাম , সে সব রাক্ষসদের গপ্পো। ওদের জীবন গভীর দিঘির একদম নীচে সিন্দুকের মধ্যে রাখা , সিন্দুকে আবার বেশ কটি তালা লাগানো।কেন বল্লাম , ওয়ার্নারের জীবন তেমনি কোন এক সিকিওর্ড যায়গায় রেখে এসেছিল , ১০৫ রানে উসামাকে ব্যাকফুটে পুল করেছিল , ডিপ মিড উইকেটে দাড়ানো আবদুল্লা শফিক দৌড়ে এসে ক্যাচ ধরবে তবে ‘রিফ্লেকস্’ সঠিক না করতে পারায় হাতে বল লেগে চার ।তৃতীয় মিস করেন বাবর আযম , ক্যাচটি দেন স্টি ভ স্মিথ, উসামার বলে স্লিপে ক্যাচ দেন সহজ ক্যাচ আরো সহজ করে বাবর আযম ফেলে দেন।
পাকিস্তান ফিল্ডিং এ কখনই ভাল না , ২০১৫ র বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শেন ওয়াটসনের ক্যাচ ফেলেছিল রাহাত আলি , সেই ওয়াটসন ৬৪ রান করে অষ্ট্রেলিয়াকে জিতিয়ে দেন।চার বছর পর টনটনে অ্যারন ফিন্চের ক্যাচ ফেলেছিল আসিফ আলি , পরে ৮২ রান করে দলকে জিতাতে বড় ভূমিকা রাখেন ।২০২১ এর টি-২০ বিশ্ব কাপের সেমিফাইনাল্ ম্যাথু ওয়েডের ক্যাচ ফেলেন হাসান আলি , ঐ সময় ১২ বলে অস্ট্রেলিয়া ক দরকার ছিল ২২, সেই ওয়েড জীবন পেয়ে একাই পিটিয়ে ম্যাচ জিতিয়ে ফাইনালে চলে যায়।
তুলনায় আসে সব সময় কোহলি আর বাবর আযম । কোহলি বিশ্ব ক্রিকেট সভার ব্যাটিং ফিল্ডিং এর জয় রথ টগবগিয়ে চালাচ্ছেন , বাবর আযম খোলস খুলতেই পারছেন না ।
যে দেশের ক্রিকেট সভাপতি তিন বছরে তিনবার পাল্টায় সে দেশের খেলোয়াড়দের উপর তার আছর পরবেই আর পাকিস্তানের খেলার ফলাফলই তার বাস্তব প্রমান ।
-লেখক : সাবেক অধিনায়ক জাতীয় ও সেনাবাহিনী হকি দল , জাতীয় ক্রীড়া পুরুস্কার প্রাপ্ত এবং সদস্য আর্ন্তজাতিক স্পোর্টস প্রেস এসোসিয়েশন।