আব্দুল আজিজ, প্রতিনিধি তিতাস [কুমিল্লা] : সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা, শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ২২ অক্টোবর রবিবার দুপর হতে মধ্যরাত পর্যন্ত তিতাস উপজেলা প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করেন কুমিল্লা-১ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর। পরিদর্শনকালে ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, সনাতন ধর্মের পূজা অশুভ শক্তির অবসান ঘটিয়ে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসুক। কারণ ধর্ম যার যার, উৎসব সবার। সবাইকে দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা।
এ সময় সফর সঙ্গী হিসেবে ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান জয়, তিতাস উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তিতাস উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুন্সি মজিবর রহমান, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন পলাশ,তিতাস উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সচিব দেওয়ান মো. জাহাঙ্গীর, সাবেক সহ-সভাপতি শাহ আলম শান্তি, কড়িকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. সাইফুল আলম মুরাদ, দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মো. মহিউদ্দিন সিকদার,উপজেলা আওয়ামীলীগ নেতা গাজী সিরাজুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগ নেতা মো. মোবারক হোসেন সরকার, কলাকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাবিবুল্লাহ বাহার,কলাকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন প্রমুখ।
পথরেখা/আসো