পথরেখা অনলাইন : নানা জটিলতা শেষে ভারতে পৌছাতে পেরেছে বসুন্ধরা কিংস। বাংলাদেশ চ্যাম্পিয়ন ক্লাবটি ম্যাচের ২৪ ঘন্টা আগে ভেন্যুতে পৌছানোর কথা থাকলে তারা যেতে পেরেছে একদিন আগে। তবে যেগে পারাটাকে অনেকেই সন্তুষ্টি হিসেবে দেখছেন। কারণ বর্তমানে ভারতের ভিসা পাওয়া বেশ কঠিন কাজ। সেটা সাধারন থেকে ভিআইপি সবার ক্ষেত্রেই প্রযোজ্য। সোমবার রওনা দিয়ে মঙ্গলবারই ম্যাচ খেলতে নেমে যাবে অস্কার ব্রুজোনের দল। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের (বিপিএল) চ্যাম্পিয়ন ক্লাব বসুন্ধরা কিংস এএফসি কাপ খেলতে ভারত রওনা হয়েছে। সকাল সাড়ে সাতটায় কলকাতার উদ্দেশ্যে ঢাকা থেকে উড়াল দিয়েছে কিংস। মঙ্গলবার এএফসি কাপে ভারতের ক্লাব মোহনবাগানের বিপক্ষে ম্যাচ। কলকাতার ক্লাবটির হোম ভেন্যু যুব ভারতী হলেও পুজার জন্য কিংসের ম্যাচটি ভুবনেশ্বরে আয়োজন করছে মোহনবাগান । কলকাতা থেকে তাই আরেক বিমান ধরতে হয়েছে কিংসকে। তবে সেখানেও ছিল জটিলতা।
শেষ মুহূর্তে ভিসা পাওয়ায় কলকাতা থেকে ভুবনেশ্বরে একই ফ্লাইটে পুরো দলের টিকিট পাওয়া যায়নি। তাই দুপুর ১২ টা এবং বিকেল চারটায় দুই ফ্লাইটে ভুবনেশ্বরে পৌছাবে কিংস। একেবারে শেষ মুহূর্তে অবশ্য আরও একবার ভাগ্যকে পাশে পেয়েছে কিংস ফুটবলাররা। অনেক ঝামেলার পর অবশেষে এক ফ্লাইটেই ভুবনেশ্বর গেছেন ফুটবলাররা। কলকাতা সময় ১২.৩৫ মিনিটে ভুবনেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করে। দুপুর দুটা নাগাদ ভুবনেশ্বর পৌছায় দল। অনেক চেষ্টার মাধ্যমে এক ফ্লাইটে রওনা হতে পারছে তারা। বসুন্ধরা কিংস শনিবারের জন্য ঢাকা-কলকাতা, কলকাতা-ভুবনেশ্বর বিমান টিকিট কেটে রেখেছিল। ভিসা জটিলতায় সেই টিকিট বাতিল করতে বাধ্য হয়। নানা মাধ্যমে যোগাযোগ ও চেষ্টার পর রবিবার রাতে ভিসা পায়। ভিসার এই ভোগান্তিতে জন্য বসুন্ধরা কিংস মোহনবাগানকে জরিমানা এবং নিজেদের ক্ষতিপুরণ দাবি করেছে এএফসির কাছে। এএফসি কাপের প্লে অফ ম্যাচে মোহনবাগানের বিপক্ষে একই ভোগান্তির শিকার ছিল আবাহনী।
ম্যাচের দুই দিন আগে বিকেলে ভিসা পাওয়ায় খেলার আগের দিন দুই ফ্লাইটে কলকাতায় পৌছায় আবাহনী। এএফসি কাপে মুল পর্বে আবাহনী মোহনবাগানের বিপক্ষে হেরে উঠতে পারেনি। বসুন্ধরা কিংস এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ হেরে সরাসরি মুল পর্বে খেলছে। ইতোমধ্যে দুই ম্যাচ খেলেছে। মালদ্বীপে মাজিয়ার বিপক্ষে হারলেও কিংস অ্যারেনায় ভারতের উড়িষা এফসিকে হারিয়েছে। এদিকে মদকান্ডে অভিযুক্ত মোরসালিন ও রিমনকে নিয়েই ভারতে গেছে কিংস। বিমানবন্দরে মদ নিয়ে ধরা পড়া ফুটবলারদের মধ্যে আপাতত দুজনকে অনুশীলনে যোগ দেওয়ার সুযোগ দিয়েছে বসুন্ধরা কিংসের নীতিনির্ধারকরা। শেখ মোরসালিন এবং রিমন হোসেন, এই দুজনকে ক্যাম্পে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। এখন তারা নিয়মিতভাবে অনুশীলনে নেমেছেন। এএফসি কাপ ফুটবলে খেলতে যাবে বসুন্ধরা কিংস। রাত ১০টায় ম্যাচটি শুরু হবে। মদকান্ডে ক্লাব থেকে বের করে দেওয়া হয়েছিল ফুটবলার শেখ মোরসালিন এবং রিমন হোসেনকে।
তদন্ত করে তাদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পেয়ে মোরসালিনকে ১ লাখ এবং রিমন হোসেনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অল্পের ওপর দিয়ে বেঁচে যাওয়া দুই ফুটবলার অনুশীলনে মনোযোগী। মানসিক যন্ত্রণা কাটিয়ে মদকান্ডের দুজন নিজেকে পবিত্র রাখার চেষ্টা করছেন। বসুন্ধরা কিংসের সূত্রে জানা গেছে, দুজনই দলের সঙ্গে ভারতে গেছেন। ২৪ অক্টোবর ম্যাচ খেলে পরদিনই ঢাকায় ফিরবে দল। জানা গেছে, খেলার আগের দিন ভুবনেশ্বর যাবে মোহন বাগান। সকালে কলকাতায় অনুশীলন করে রওনা হবে। এখন কলকাতায় পুজোর উৎসব চলছে। পুজোয় প্রায় ১৫ দিনের আমেজ থাকে। উৎসব চলতে থাকে। দিন যত গড়ায়, কমে আসতে থাকে উত্সবের মাত্রা। পুজোর এই সময়টায় ক্লাব ফুটবলের খেলা বন্ধ থাকে। কিন্তু এবার নাকি ব্যতিক্রম। ইস্ট বেঙ্গলের অনুশীলন চলছে। মোহন বাগানের অনুশীলন চলছে। এখন ম্যাচটা জিতে ফিরতে পারলেই হলো।
পথরেখা/আসো