পথরেখা অনলাইন : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আট সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে পুলিশ। আরামবাগ মোড়ের আল হেলাল পুলিশ বক্সের মধ্যে এ আলোচনায় বসেন তারা। আলোচনায় বিক্ষুব্ধ জামায়াত-শিবিরকর্মীদের শান্ত হওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) জামায়েত ইসলামীর কেন্দ্রীয় নেতা এসএম মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এসএম মোবারক হোসেন বলেন, পুলিশ আমাদের জায়গা পরিবর্তন করতে বলেছে, একইসঙ্গে বিশৃঙ্খলা না করতে বলেছে। আমরা কোনো বিশৃঙ্খলা করছি না। আমরা সমাবেশ করব এটা তাদের জানিয়েছি। আমরা সমাবেশ করব এবং সমাবেশ হবে। তিনি বলেন, আমরা আমাদের কর্মসূচি পালন করবই। পুলিশের পক্ষে থেকে কি নির্দেশনা আসল সেটি পরে দেখার বিষয়।
পথরেখা/অআ