পথরেখা অনলাইন : পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, দুমকী ও মির্জাগঞ্জ) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। সোমবার, ৩০ অক্টোবর সংসদ ভবনে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কার্যালয় অনুষ্ঠিত সংসদীয় মনোয়ন বোর্ডের সভা শেষে তাকে দলীয় মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ গত বৃহস্পতিবার ও শুক্রবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় মনোনয়ন ফরম বিক্রি করে। এতে মোট ১০ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রবীণ রাজনীতিবিদ পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহজাহান মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় এখানে উপনির্বাচনের তফশিল ঘোষণা করা হয়।
মনোনয়ন পেয়ে দলের হয়ে মানুষের জন্য কাজ করার কথা জানিয়েছেন অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, আমাকে মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ। আমি দলের হয়ে মানুষের সেবক হিসেবে কাজ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ নিয়ে কাজ করব। মানুষের যে আশা আকাঙ্ক্ষা তা বাস্তবায়নে কাজ করব। তিনি আরও বলেন, আমি যখন দলীয় মনোনয়ন পাইনি তখনো মানুষের সেবা করছি, এলাকার উন্নয়ন অগ্রগতিতে ভূমিকা রাখছি। এখন আরও বেশি ভূমিকা রাখতে সচেষ্ট হব।
পটুয়াখালী-১ উপনির্বাচনে আগামী ২৬ নভেম্বর ভোটগ্রহণ হবে। এই আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১ নভেম্বর, বাছাই ২ নভেম্বর, প্রত্যাহার ৯ নভেম্বর এবং প্রতীক বরাদ্দ ১০ নভেম্বর। আগামী ২৬ নভেম্বর সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পটুয়াখালী-১ আসনের উপ-নির্বাচনে মো. আফজাল হোসেন ছাড়া আরও আটজন প্রার্থী মনোনয়ন ফরম কিনেছিলেন।
পথরেখা/আসো