পথরেখা তিতাস [কুমিল্লা] প্রতিনিধি : কুমিল্লার তিতাস উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো.নাজমুল হাসানের যোগদান করেছেন। তার যোগদান উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়েছে। ৯ নভেম্বর সকালে উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনওকে বরণ করে নেওয়া হয়।
নতুন ইউএনও মো.নাজমুল হাসানকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.পারভেজ হোসেন সরকার,ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির,মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মৎ ফরিদা ইয়াসমিন প্রমুখ। উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সেতারুজ্জামানের অনুষ্ঠান পরিচালনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সফরাজ হোসেন খাঁন, তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাশ, উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.রফিক উদ্দিন আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ লায়লা পারভীন বানু, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ নাজমা বেগম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিনুর জাহানসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
পথরেখা/আসো