পথরেখা কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে গোয়াল ঘরের তালা কেটে চোরেরা গরু চুরি করে নিয়ে যাচ্ছে। গরু চুরির ঘটনায় অভিযোগ দায়ের হলেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে না কালীগঞ্জ থানা পুলিশ। ফলে আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছেন গরুর মালিকরা।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১১ নভেম্বর দিবাগত গভীর রাতে উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের বাঙ্গালগাঁও ফকির বাড়ীর প্রবাসী মাসুদ ফকিরের গোয়াল ঘরের গ্রীল কেটে প্রায় ৫ লাখ টাকার একটি ষাড় ও দুইটি গাভী চুরি করে নিয়ে যায় চোর। এসময় প্রবাসীর স্ত্রী তানিয়া গরুর ডাক চিৎকার শুনে ঘরের বাহিরে এসে দেখেন কয়েকজন চোর ছয়টি গরু থেকে তিনটি গরু হলুদ ও নীল রংয়ের একটি মাঝারি আকৃতির কাভার্ড ভ্যানে তুলে নিয়ে গাজীপুরের দিকে চলে যাচ্ছে। তাৎক্ষনিক তিনি ৯৯৯-এ ও কালীগঞ্জ থানায় কল করে বিষয়টি অবহিত করলেও গরু উদ্ধারে কোন ব্যবস্থা নেয়নি পুলিশ। এ ঘটনায় রোববার তানিয়া বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
একই রাতে পার্শ্ববর্তী আজমতপুর পূর্বপাড়া গ্রামের অটোচালক সুমনের বাড়ী থেকে প্রায় সাড়ে ৫ লাখ টাকা মূল্যের একটি গাভী ও দুইটি ষাড় গরু চুরি হয়। ভুক্তভোগী সুমন জানান, গরুগুলো গোয়াল ঘরে তালাবদ্ধ করে রাত প্রায় তিনটা পর্যন্ত আমি পাহারা দেই। পরে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লে সকালে উঠে দেখি আমার গোয়ালের তালা কেটে গরুগুলো চুরি করে নিয়ে গেছে। গরুগুলো চুরি হওয়ায় আমি সর্বশান্ত হয়ে গেছি। অপরদিকে গত শুক্রবার রাতে মোক্তারপুর ইউনিয়নের ধনপুর গ্রামের শেখ বাড়ীর সালাহউদ্দিনের গোয়াল থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের একটি গাভী ও দুইটি ষাড় গরু চুরি হয়। সালাহউদ্দিনের পিতা তাজউদ্দিন শেখ তারু জানান, রাত সাড়ে তিনটা পর্যন্ত গরুগুলো পাহারা দিয়ে আমি ঘুমাতে যাই। ফজরের আযান দিলে নামাজ পড়ার জন্য উঠে দেখি গোয়ালে চারটি গরু থেকে তিনটি গরু চুরি হয়ে গেছে।
ভুক্তভোগীরা আরো জানান, প্রায় সারা রাত ধরে পাহারা দিয়েও আমরা চোরের হাত থেকে গরু রক্ষা করতে পারছি না। গরুগুলো অনেক পরিবারের একমাত্র আয়ের উৎস। রাতে টহল পুলিশের চোখ ফাঁকি দিয়ে কিভাবে চোরেরা গরু চুরি করে নিয়ে যাচ্ছে তা বুঝতে পারছি না। প্রশাসনের নিরবতার কারণে গরুগুলো উদ্ধারও করা যাচ্ছে না। বর্তমানে আমরা আতঙ্কে আছি।
এ বিষয়ে পুলিশ সুপার গাজীপুর কাজী শফিকুল আলম বিপিএম জানান, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া এবং চোরদের আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চলমান আছে। এছাড়াও গরু মালিকদের সচেতন করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে যেন তারা চোরের হাত থেকে গরু রক্ষা করতে পারেন।
পথরেখা/আসো